বুধবার উত্তরাখণ্ড বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল নিয়ে আলোচনার সময় অযোধ্যায় রাম মন্দিরে রামলালার মূর্তির রঙ নিয়ে প্রশ্ন তুললেন এক কংগ্রেস বিধায়ক।
বিধায়ক আদেশ সিং চৌহান বুধবার উত্তরাখণ্ড বিধানসভায় বলেন, 'বিলটি নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। কিন্তু পরিষদীয় মন্ত্রী (প্রেমচাঁদ আগরওয়াল) বেশ কয়েকবার রাম মন্দিরের কথা উল্লেখ করেছেন। এটা একটা ভাল ব্যাপার। কিন্তু ধর্মগ্রন্থগুলিতে আমরা যা পড়েছি তা থেকে আমি জানতে পারি যে আমাদের ভগবান রাম কালো নয়, 'সাঁওলা' (শ্যামলা) ছিলেন। কিন্তু ওঁরা তাঁকে কালো করে দিয়েছে'।
তাঁর মন্তব্যের জবাবে পরিষদীয় মন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল বলেন, 'আমাদের দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভোট ব্যাঙ্ক এবং মেরুকরণের স্বার্থে ইউসিসি আনা হয়নি (কংগ্রেসের সময়ে)।'
এর ফলে বিরোধী দল এবং ট্রেজারি বেঞ্চের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। সেই আগরওয়াল বলেন, 'এ সব মানা যাবে না।'
সঙ্গে সঙ্গে শাসক দলের বিধায়করা 'জয় শ্রী রাম' স্লোগান দিতে শুরু। ইউসিসি নিয়ে বিতর্কের সময় রাম মন্দিরের প্রসঙ্গ টানা এই প্রথম নয়। অধিবেশনের দ্বিতীয় দিনে ইউসিসি নিয়ে আলোচনার সময়ও যখন ইউসিসি বিল পেশ করা হয়েছিল, তখনও ক্ষমতাসীন দলের অনেক বিধায়ক রাম মন্দির নির্মাণের কথা উল্লেখ করেছিলেন এবং এটিকে নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্ব বলে অভিহিত করেন।
ক্যাবিনেট মন্ত্রী সতপাল মহারাজ যখন তাঁর ভাষণে রাম মন্দিরের কথা উল্লেখ করেছিলেন, তখন কংগ্রেস বিধায়করা মন্ত্রীকে রাম মন্দিরের পরিবর্তে ইউসিসির গুণ ও দোষ সম্পর্কে কথা বলতে জোর করেন। স্পিকার রিতু খান্ডুরি ভূষণকে বিল নিয়ে আলোচনার সময় বিধায়কদের ইউসিসির মধ্যে থাকার কথা মনে করিয়ে দেন।
ইউসিসি নিয়ে আলোচনার সময় কংগ্রেস বিধায়ক রবি বাহাদুর বলেন, 'আমরা ইউসিসির বিরোধিতা করছি না, বরং একটি সুস্থ বিতর্ক চাই।' তিনি বলেন, 'গত কয়েক দশকে আমরা যা করেছি, তারা তাই বলেছে। নেহরু এইমস, আইআইটি-র মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। সেটাও বলা উচিত।
তখন প্রেমচাঁদ আগরওয়াল বলেন, আপনার ইউসিসি নিয়ে কথা বলা উচিত। তিনি উত্তর দেন, 'আপনি রাম মন্দির নিয়ে কথা বলতে পারেন। কিন্তু আমরা কেন পারি না।' আবারও আগরওয়াল এবং কংগ্রেস বিধায়কের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
বিধানসভার স্পিকার রিতু খান্ডুরি ভূষণ বলেন, 'আপনারা জানেন, এত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। শুধু উত্তরাখণ্ডই নয়, গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আপনার ইউসিসির কথা বলা উচিত।'
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মঙ্গলবার রাজ্য বিধানসভায় 'জয় শ্রী রাম' স্লোগানের মধ্যে ইউসিসি বিল পেশ করেন।