বাংলা নিউজ > ঘরে বাইরে > শব্দের থেকেও কয়েকগুণ দ্রুত, ইউক্রেনে সেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘হামলা’ রাশিয়ার

শব্দের থেকেও কয়েকগুণ দ্রুত, ইউক্রেনে সেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘হামলা’ রাশিয়ার

ইউক্রেনের লিভিভ শহর থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। (ছবি সৌজন্যে রয়টার্স)

ক্ষেপণাস্ত্রের গতি ঘণ্টায় ৬,০০০ কিলোমিটারের বেশি।

ইউক্রেনে বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি ভূগর্ভস্থ অস্ত্রাগার ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।

মস্কোর দাবি, শুক্রবার রাশিয়ার যুদ্ধ বিমান এমআইএফ-৩১ থেকে নিক্ষেপ করা হাইপারসনিক অ্যারোব্যালিস্টিক মিসাইল কিনজাল হামলায় ইউক্রেনের ইভানো-ফ্রাংকিভস্ক অঞ্চলে অবস্থিত একটি গোলাবারুদের ভাণ্ডার ধ্বংস হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর প্রথমবারের মতো বিধ্বংসী এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছে বলে দাবি রাশিয়ার।

শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিসম্পন্ন এ ক্ষেপণাস্ত্রের গতি ঘণ্টায় ৬ হাজার কিলোমিটারের বেশি। দ্রুতগতির এ ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

তবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার রাশিয়ার এমন দাবির প্রেক্ষাপটে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইউক্রেন। আর এ ক্ষেপণাস্ত্র ব্যবহারে রাশিয়ার দাবির সত্যতা যাচাই করাও সম্ভব হয়নি।

এদিকে রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো রাশিয়ার আকাশপথে চালানো হামলা ঠেকাতে পশ্চিমী দেশগুলেিকে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ইতালির একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদেরকে সাহায্য করুন। আকাশপথ বন্ধ রাখার সামর্থ্য আমাদের আছে। তবে আমাদের উপযোগী অস্ত্র দরকার।’

তার আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনে নো-ফ্লাইং জোন ঘোষণা করতে ন্যাটোকে অনুরোধ করেন। যদিও নো-ফ্লাইং জোনের ঘোষণা রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত তৈরি করতে পারে এমন আশঙ্কায় এই পদক্ষেপ থেকে বিরত রয়েছে ন্যাটো।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর পর গত সপ্তাহ থেকে রাজধানী কিয়েভ ঘিরে আক্রমণ জোরদার করে রাশিয়া। মেয়র ক্লিটশকোর দাবি, রাশিয়ার হামলায় কিয়েভে এখন পর্যন্ত ২০০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। রাজধানীতে এখনও প্রায় ২০ লাখ লোক আটকে আছেন বলেও দাবি তাঁর। আর প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার রাশিয়ান নিহত হয়েছেন।

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

পরবর্তী খবর

Latest News

IPL-এ রেকর্ড অর্থ পাওয়া পন্তের ভারতীয় দলে জায়গা পাওয়া কঠিন, ইঙ্গিত দিলেন সূর্য হরগৌরী শেষ হতেই ঘিরে ধরেছে শূন্যতা! সময় কাটাতে রাস্তায় গান গাইলেন শুভস্মিতা খারাপ সময় কে পাশে আছে, সেটা বোঝাই কঠিন! টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনে বিস্ফোরক শামি সোদপুরে আত্মঘাতী অশীতিপর বৃদ্ধ, অত্যাচারের অভিযোগ ছেলে–বৌমার বিরুদ্ধে অস্ত্র, গুলি, লক্ষ-লক্ষ টাকা নিয়ে অনুপ্রবেশ, ত্রিপুরায় গ্রেফতার বাংলাদেশি কামারহাটিতে হেলে পড়া বহুতলের মালিকের বিরুদ্ধে FIR, পুরপ্রধান বললেন… পেটের ঝামেলা থেকে নিমেষে মুক্তি দেয় জোয়ানের রুটি, রয়েছে আরও উপকার চিৎকার করা সঞ্জয় জেলে গিয়ে একেবারে চুপচাপ! শান্ত, কাজ করতে হবে এবার পুলিশের জালে ভুয়ো পাসপোর্টধারী বাংলাদেশি হিন্দু,নাগরিকত্বের আশ্বাস দিলেন সুকান্ত মুখ্যমন্ত্রীর সাধের বাউল অ্যাকাডেমি বন্ধ হয়ে পড়ে আছে, কেন এমন ঘটনা ঘটেছে?

IPL 2025 News in Bangla

MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.