স্নেহাশিস রায়
সনাতন ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিলেন স্ট্যালিন পুত্র। কিন্তু সম্প্রতি তিনি এক্স প্লাটফর্মে একটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি এই বিতর্কে একেবারেই বিচলিত নন। এমনকী বিজেপি যখন তার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন, এমনকী ইন্ডিয়া জোটের নেতারাও উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য মানতে চাননি তখন তিনি অবশ্য এক্স প্লাটফর্ম মশা মারার ধূপের ছবি পোস্ট করেছেন। তাৎপর্যপূর্ণভাবে তিনি সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন। আর এবার মশা মারা ধূপের ছবি দিলেন। আসলে কী বোঝাতে চাইছেন তিনি?
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জুনিয়র স্ট্যালিন এর আগে জানিয়েছিলেন, কিছু বিষয়ের বিরোধিতা করা যায় না। এটাকে পুরোপুরি শেষ করে দিতে হয়। আমরা ডেঙ্গুর মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। এগুলিকে তাড়িয়ে দিতে হয়। সেভাবেই সনাতনকে তাড়িয়ে দিতে হয়।
এদিকে ইন্ডিয়া টুডে সূত্রে খবর, তিনি বিজেপিকে বিষাক্ত সাপ বলে উল্লেখ করেছিলেন। তিনি একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন, যদি বিষাক্ত সাপ আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনাকে সেটা ধরে ফেলে দিলেই হবে না। কারণ এটা আপনার বাড়ির সামনের আবর্জনায় ফের বাসা বাঁধতে পারে। হয় আপনি সেই ঝোপ পরিষ্কার করে ফেলুন, না হলে আবার সেই সাপ আপনার বাড়িতে প্রবেশ করবে।
এদিকে এর আগে ডিএমকে নেতা তথা এমপি এ রাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কু কথা বলেছিলেন। ডিএমকের সাধারণ সম্পাদক এর আগে জানিয়েছিলেন, সকলেই মোদী নামে ওই সাপটাকে মারতে চান। সকলেই লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু সকলেই ভয় পাচ্ছেন যদি সাপটা কামড়ে দেয়। কারোর কাছে এনিয়ে কোনও সমাধান নেই।
মশা মারার ধূপের ছবি পোস্ট করেছেন উদয়নিধি। সেই সঙ্গেই বিতর্ককে কয়েকগুণ উসকে দিয়েছেন তিনি। সনাতন ধর্ম বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন জুনিয়র স্ট্যালিন।