বাংলা নিউজ > ঘরে বাইরে > Sanatan Dharma: মশা মারার ধূপের ছবি পোস্ট করলেন জুনিয়র স্ট্যালিন, সনাতন ধর্ম মন্তব্যে অনড়!

Sanatan Dharma: মশা মারার ধূপের ছবি পোস্ট করলেন জুনিয়র স্ট্যালিন, সনাতন ধর্ম মন্তব্যে অনড়!

তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন (PTI Photo) (PTI)

তিনি সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন। আর এবার মশা মারা ধূপের ছবি দিলেন। আসলে কী বোঝাতে চাইছেন তিনি?

স্নেহাশিস রায়

সনাতন ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিলেন স্ট্যালিন পুত্র। কিন্তু সম্প্রতি তিনি এক্স প্লাটফর্মে একটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি এই বিতর্কে একেবারেই বিচলিত নন। এমনকী বিজেপি যখন তার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন, এমনকী ইন্ডিয়া জোটের নেতারাও উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য মানতে চাননি তখন তিনি অবশ্য এক্স প্লাটফর্ম মশা মারার ধূপের ছবি পোস্ট করেছেন। তাৎপর্যপূর্ণভাবে তিনি সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন। আর এবার মশা মারা ধূপের ছবি দিলেন। আসলে কী বোঝাতে চাইছেন তিনি?

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জুনিয়র স্ট্যালিন এর আগে জানিয়েছিলেন, কিছু বিষয়ের বিরোধিতা করা যায় না। এটাকে পুরোপুরি শেষ করে দিতে হয়। আমরা ডেঙ্গুর মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। এগুলিকে তাড়িয়ে দিতে হয়। সেভাবেই সনাতনকে তাড়িয়ে দিতে হয়।

 

এদিকে ইন্ডিয়া টুডে সূত্রে খবর, তিনি বিজেপিকে বিষাক্ত সাপ বলে উল্লেখ করেছিলেন। তিনি একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন, যদি বিষাক্ত সাপ আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনাকে সেটা ধরে ফেলে দিলেই হবে না। কারণ এটা আপনার বাড়ির সামনের আবর্জনায় ফের বাসা বাঁধতে পারে। হয় আপনি সেই ঝোপ পরিষ্কার করে ফেলুন, না হলে আবার সেই সাপ আপনার বাড়িতে প্রবেশ করবে।

এদিকে এর আগে ডিএমকে নেতা তথা এমপি এ রাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কু কথা বলেছিলেন। ডিএমকের সাধারণ সম্পাদক এর আগে জানিয়েছিলেন, সকলেই মোদী নামে ওই সাপটাকে মারতে চান। সকলেই লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু সকলেই ভয় পাচ্ছেন যদি সাপটা কামড়ে দেয়। কারোর কাছে এনিয়ে কোনও সমাধান নেই।

মশা মারার ধূপের ছবি পোস্ট করেছেন উদয়নিধি। সেই সঙ্গেই বিতর্ককে কয়েকগুণ উসকে দিয়েছেন তিনি। সনাতন ধর্ম বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন জুনিয়র স্ট্যালিন।

 

পরবর্তী খবর

Latest News

‘দেশদ্রোহী! ওঁদের জন্যই ৬টি পদক হাতছাড়া’, ভিনেশ-পুনিয়াকে একহাত নিলেন WFI সভাপতি FIBA এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে ছোটদের ভারতীয় বাস্কেটবল দল মোমো এবং ডিম সামের মধ্যে পার্থক্য কী? মজার উত্তর দিয়ে ভাইরাল দিল্লির ব্যক্তি Scotland বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অলিম্পিক্সে সোনা জেতেন স্ত্রী!প্যারালিম্পিক্সে জিতলেন স্বামী! ভালোবাসার হল জয়… ‘‌এভাবে চার্জশিট পেশের পর কাউকে তলব করা যায়?’‌ কয়লা পাচার মামলায় ভর্ৎসনা সিবিআই ২১ মাস পরে এসে ৪৭ বলে ৬১ পন্তের! ১ ওভারে ৫ চার সরফরাজের, আউট করে সেন্ড-অফ আবেশের ‘আমরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, আর তুমি চৈতন্যদেব সাজছো,’দেবকে পাল্টা কুণাল শুধু সঠিক সিদ্ধান্তের জন্য নয়! ক্রিকেটারের খেলার উন্নতি জন্যেও DRS দরকারঃঅশ্বিন 3 ওভার শেষে United Arab Emirates Women-র স্কোর 31/0

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.