বাংলা নিউজ > ঘরে বাইরে > Shivraj Singh Chauhan: নিজেকে রামের পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন শিবরাজ সিং চৌহান

Shivraj Singh Chauhan: নিজেকে রামের পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন শিবরাজ সিং চৌহান

শিবরাজ সিং চৌহান (ছবি-পিটিআই) (PTI)

চৌহান ১৬ বছর ধরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। বিধানসভা নির্বাচনে তাঁর দল বিজেপি ২৩০টি আসনের মধ্যে ১৬৩টি আসনে জয়লাভ করে। তাঁর স্থলাভিষিক্ত হন মোহন যাদব। চৌহানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত বিজেপি নেতৃত্ব নীরব।

নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে আবেগে ভাসলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার সন্ধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে তিনি বলেন, ‘প্রায়শই আপনি রাজ্যাভিষেকের জন্য অপেক্ষা এবং দেখা যায় আপনাকে নির্বাসনে যেতে হল।’ 

রাজনৈতিক মহলের ব্যাখ্যা,  এই বক্তব্যের মাধ্যমে নিজেকে রামের পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রামকে যে ভাবে রাজ্যাভিষেকের সময় পিতার আদেশের বনবাসে যেতে হয়েছিল, ঠিক সেরকমই ভোটে দল জিতলেরও তাঁকে আর মুখ্যমন্ত্রী করা হল না। 

চৌহান ১৬ বছর ধরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। বিধানসভা নির্বাচনে তাঁর দল বিজেপি ২৩০টি আসনের মধ্যে ১৬৩টি আসনে জয়লাভ করে। তাঁর স্থলাভিষিক্ত হন মোহন যাদব। চৌহানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত বিজেপি নেতৃত্ব নীরব।

বুধনির শাহগঞ্জে এক সভায় চৌহান বলেন, ‘ এর পিছনে কোনও কারণ অবশ্যই আছে।’ তিনি বলেন, ‘কোনও একটি উদ্দেশ্য পূরণের জন্য এটি ঘটে থাকে। তবে উদ্বিগ্ন হবেন না। আমার জীবন বোন, কন্যা এবং জনগণের জন্য। আমি এই পৃথিবীতে এসেছি আপনাকে দুঃখ এবং বেদনা থেকে মুক্তি দিতে। আমি আপনাদের চোখের জল বের হতে দেব না। আমি দিনরাত কাজ করব’।

সমাবেশ চলাকালীন একদল মহিলা কাঁদতে শুরু করেন। তাঁরা বলতে থাকেন, ‘ভাইয়া, হুম্মে আকেলে ছোড় কে মাত যাও (ভাই, আমাদের একা ছেড়ে যাবেন না)।’ তাঁদের আশ্বস্ত করে চৌহান বললেন, ‘আমি কোথাও যাব না। এখানেই বাঁচব আর মরব।’

তিনি বলেন, লাডলি বেহনা যোজনা-সহ তাঁর দ্বারা শুরু করা সমস্ত প্রকল্প বর্তমান সরকার চালু রাখবে।

আবগে তাড়িত চৌহান বলেন, ‘এখন আমার ঠিকানা হল বি-৮, ৭৪ নম্বর বাংলো, যার নাম আমি মামা কা ঘর রেখেছি।’

প্রাক্তন মুখ্যমন্ত্রী  শিবরাজ সিং চৌহান জনপ্রিয়ভাবে মামা (মামা) নামে পরিচিত।

এর আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘লোকসভা নির্বাচনে লড়বেন কি না জানতে চাওয়া হলে চৌহান বলেন, সিদ্ধান্ত নেওয়া বা কিছু চাওয়া আমার কাজ নয়। আমি কোনও কিছু নিয়ে ভাবি না। আমার দল ইতিমধ্যেই আমার মতো একজন সাধারণ দলীয় কর্মীকে, মুখ্যমন্ত্রী হিসাবে ১৮ বছর ধরে রাজ্যের সেবা করার সুযোগ দিয়েছে, আমি আর কী চাইতে পারি। আমি দলের কর্মী হিসাবে কাজ চালিয়ে যাব কারণ বিজেপি আমার কাছে একটি মিশন।’

পরবর্তী খবর

Latest News

অষ্টমের বইয়ে হিন্দু ইতিহাসকে বিকৃত, বাংলাদেশের মতো মগজধোলাই বাংলায়, দাবি BJP-র ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের সুপারস্টার কে? অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কার নাম বললেন? রাতে হঠাৎ কম পড়ে ২০০ জনের খাবার, তারপর কী হল ডাক্তার আন্দোলনে, জানালেন অগ্নি সম্পর্কের দিক থেকে আজকের দিনটি কাদের জন্য ভালো যাবে না? দেখুন আজকের প্রেম রাশিফল ভিডিয়ো: ভাঙলেন চিপকের দেওয়াল! IND vs BAN সিরিজের আগে অন্য মেজাজে কোহলি মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল তাক করা রাইফেল! গলফ খেলার সময় ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’! ২ মাসে ২ বার জীবন বাঁচল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.