বাংলা নিউজ > ঘরে বাইরে > Sikkim Latest Update: লাচেন, লাচুং থেকে পর্যটকদের উদ্ধারে বায়ুসেনার চপার, এখন কেমন আছে সিকিম?

Sikkim Latest Update: লাচেন, লাচুং থেকে পর্যটকদের উদ্ধারে বায়ুসেনার চপার, এখন কেমন আছে সিকিম?

লাচেন থেকে নামিয়ে আনা হচ্ছে পর্যটকদের। (PTI Photo) (PTI)

সিকিম সরকারের এক পদস্থ আধিকারিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, এই প্রথমবার লাচেন থেকে পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার করা শুরু হয়েছে। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার তাদের উদ্ধার করছে। 

জয়দীপ ঠাকুর

সুন্দরী সিকিম যেন রাতারাতি অন্যরকম হয়ে গিয়েছে। সিকিম মানেই চোখের সামনে ভেসে ওঠে লাচেন, লাচুং। এই লাচেন হয়েই গুরুদংমার লেকে যেতে হয়। আর ইয়ুমথাং ভ্য়ালিতে যেতে হলে লাচুং হয়ে যেতে হয়। দুপাশে অপূর্ব সুন্দর প্রকৃতি।

তবে তিস্তার হড়পা বান কার্যত তছনছ করে দিয়েছে উত্তর সিকিমকে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য আটকে পড়া পর্যটকদের প্রত্য়ন্ত এলাকা থেকে এতদিন উদ্ধার করা যাচ্ছিল না। তবে এবার সোমবার সকাল থেকে প্রথমবার লাচেন ও লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার করা শুরু হল।

সিকিম সরকারের এক পদস্থ আধিকারিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, এই প্রথমবার লাচেন থেকে পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার করা শুরু হয়েছে। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার তাদের উদ্ধার করছে। মঙ্গনের রিংঘিম হেলিপ্যাডে নেমেছে সেটি।

পর্যটকদের উদ্ধার করে ফের চপারটি ত্রাণ সামগ্রী নিয়ে উড়ে গিয়েছে লাচেনের দিকে।

তিস্তা কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে একাধিক জনপদকে। সব শেষ। অন্তত ৮২জনের মৃত্যুর খবর মিলেছে। ১৪০জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। উত্তর সিকিমের মঙ্গন জেলা সবথেকে ক্ষতিগ্রস্ত। ওই জেলার অন্তত ৫০টি গ্রাম ও শহরে মারাত্মক প্রভাব পড়েছে। ৩০,০০০ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। ওই জেলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর।

এক আধিকারিকের মতে, শুক্রবার রাতে প্রথম এনডিআরএফ চুংতাং গ্রামে যায়। তবে শনিবার আইটিবি জিপ লাইনের মাধ্যমে ৫৬জনকে উদ্ধার করেছে। চুংতাংয়ের সঙ্গে পেগংয়ের সংযোগকারী একটা বাঁশের ব্রিজ তৈরি করা হয়েছে। সেনা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এটা করা হয়েছে। সেনা ওখানে আর একটা ব্রিজ করছে।

মূলত পর্যটক ও বাসিন্দাদের আনার জন্য এই ব্রিজ ব্যবহার করা হবে। পর্যটন দফতরের এক আধিকারিকের মতে, একটি হোমস্টের মালিক পাহাড়ি পথে অন্তত ১০জন ভারতীয় পর্যটককে নামিয়ে আনেন। সেখান থেকে পর্যটন দফতর তাদের উদ্ধার করেছে।

আসলে পর্যটকরা অতিথি সিকিমের কাছে। নিজেরা বিপদে পড়লেও পর্যটকদের যত্নে রাখার চেষ্টা করে সিকিমের সাধারণ মানুষ।

এক আধিকারিক জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকার জন্য রবিবার পর্যন্ত হেলিকপ্টারে উদ্ধার করা যাচ্ছিল না। মঙ্গনে বৃষ্টি হচ্ছে। গ্যাংটকেও বৃষ্টি।

কেন্দ্রীয় টিম সোমবার গ্যাংটক যেতে পারে বলে খবর। মূলত কতটা ক্ষয়ক্ষতি হল সেটা তাঁরা খতিয়ে দেখবেন। তাঁরা সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি বোঝার চেষ্টা করবেন।

 

ঘরে বাইরে খবর

Latest News

নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর আপনার অধিকার অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে চায় কংগ্রেস ও তৃণমূল: জেপি নড্ডা স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের আখের রস, লস্যিতে মাছের বরফ, অভিযানে বেরিয়ে হাতেনাতে ধরলেন পুর কর্তারা ‘যদি বিপদে পড়ি, ওয়াটার ব্রেক হয়, তাহলেও…’ অন্তঃসত্ত্বাকালীন সময়েও একা রূপাঞ্জনা রাজা-মহারাজাদের বিরুদ্ধে সরব কিন্তু নবাব-বাদশাহদের নিয়ে চুপ, রাহুলকে তোপ মোদীর হামলার জবাবে হামলাই হবে, এক ইঞ্চি জমি ছাড়ব না, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের মনোমালিন্যের জেরে ১৪ বছরের দূরত্ব,কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি ‘অযোগ্য' রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? শুধু কলকাতা নয়, ঘামছে বেঙ্গালুরুও! গরমের তাণ্ডব কবে কাটবে?রইল আবহাওয়ার পূর্বাভাস

Latest IPL News

নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.