সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশ। মঙ্গলবার দিল্লি পুলিশ সীতারাম ইয়েচুরির বাড়িতে হানা দেয়। সূত্রের খবর, নিউজ ক্লিক নামে এক অনলাইন পোর্টালের এক কর্মীর খোঁজে পুলিশ সিপিএম নেতার বাড়িতে হানা দেয়। নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ওই নিউজ পোর্টালের চিনের টাকা ঢুকছে। কার্যত তারপরই এই হানা।
এনিয়ে সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, পুলিশ আমার বাড়িতে এসেছিল। কারণ আমারই এক সঙ্গী আমার এখানেই থাকেন। তার ছেলে নিউজ ক্লিকে কাজ করেন। পুলিশ তাকে জেরা করতে এসেছিল। তারা ল্যাপটপ আর ফোন নিয়ে গিয়েছে। তারা কীসের তদন্ত চালাচ্ছে? কেউ জানে না। যদি এটা মিডিয়াকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয় তবে দেশের এর পেছনের কারণটা জানা দরকার। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে।
দিল্লি পুলিশের স্পেশাল সেল এই ঘটনার তদন্ত করছে। নিউজ ক্লিকের সঙ্গে যুক্ত থাকা অন্তত ৩০টি বাড়িতে চলছে এই অভিযান।
একাধিক সাংবাদিক তার মধ্য়ে এডিটর প্রবীর পুরকায়স্থ, লেখক পুরঞ্জয় গুহঠাকুরতা, উর্মিলেশকে স্পেশাল সেলের অফিসে ডাকা হয়েছে।সাংবাদিক অভিশর শর্মার গেজেট তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাকেও জেরা করা হচ্ছে। ইউএপিএ সহ একাধিক ধারায় এই অভিযোগের ভিত্তিতে মামলাও হয়েছে।
এদিকে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, সাংবাদিকদের বাড়িতে পুলিশের হানা নিয়ে আমরা উদ্বিগ্ন। নিউজ ক্লিকের সঙ্গে থাকা লেখকদের বাড়িতেও হানা দেওয়া হয়েছে। আমরা গোটা বিষয়টির উপর নজর রাখছি। এনিয়ে বিস্তারিত বিবরণ আমরা পেশ করব।
পিসিআই সাংবাদিকদের ঐক্যবদ্ধতার পাশে রয়েছে। সরকারকে এনিয়ে বিস্তারিত জানাতে হবে।
সূত্রের খবর, ওই ওয়েবসাইটটি মার্কিন ধনকুবের নেভিলি রায় সিংহমের কাছ থেকে টাকা নিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তারা চিনের পক্ষে ভারতে প্রচার করার ছক কষছিল বলে অভিযোগ উঠেছে।
কংগ্রেসের দাবি, জাতিভিত্তিক জনসংখ্যার রিপোর্ট বিহারে প্রকাশিত হয়েছে। সেটা থেকে দৃষ্টি ঘোরাতে গিয়ে এসব করা হল। পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি এই অভিযানের প্রতিবাদ জানিয়েছেন।