বাংলা নিউজ > ঘরে বাইরে > Smoke in SpiceJet Cabin-Cockpit: ককপিট ও কেবিনে ধোঁয়া, ফের মাঝ আকাশে আতঙ্ক ছড়াল স্পাইসজেটের বিমানে

Smoke in SpiceJet Cabin-Cockpit: ককপিট ও কেবিনে ধোঁয়া, ফের মাঝ আকাশে আতঙ্ক ছড়াল স্পাইসজেটের বিমানে

ফের মাঝ আকাশে আতঙ্ক ছড়াল স্পাইসজেটের বিমানে (ব্লুমবার্গ) (HT_PRINT)

ডিজিসিএ-র বাড়তি নজরদারি চলাকালীন বিমানে ধোঁয়ার ঘটনায় অস্বস্তিতে পড়তে পারে স্পাইসজেট।

ফের একবার বিপত্তির মুখে পড়তে পড়তে বেঁচে গেল স্পাইসজেটের যাত্রীবাহী বিমান। বুধবার গোয়া থেকে উড়ে যাওয়া হায়দরাবাদগামী একটি বিমানের কেবিলে আগুন লক্ষ্য করা যায়। তবে জানা গিয়েছে, বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে হায়দরাবাদে। ঘটনায় কেউ হতাহত হননি। জানা গিয়েছে, যে বিমানটির কেবিনে ধোঁয়া দেখা গিয়েছিল, সেটি কিউ৪০০ বিমান ছিল। এর উড়ান সংখ্যা এসজি ৩৭৩৫। জানা গিয়েছে, কেবিনের পাশাপাশি বিমানের ককপিটেও ধোঁয়া লক্ষ্য করা গিয়েছিল।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন যে বিমান অবতরণের সময় সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। সমস্ত প্রোটোকল অনুসরণ করা হয়েছিল। সেই কর্মকর্তা বলেন, ‘এয়ারলাইন পাইলট স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন। তিনি তারপর জরুরি অবতরণের জন্য প্রস্তুত হওয়ার জন্য গ্রাউন্ড স্টাফদের সাথে যোগাযোগ করেন।’ এদিকে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিমানের যাত্রীরা। একজন মহিলা অসুস্থ হয়ে যান বলে জানা যায়। যদিও বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে, কোনও যাত্রীকেই হাসপাতালে ভর্তি করতে হয়নি।

উল্লেখ্য, একের পর এক বিপত্তির জেরে এর আগে স্পাইসজেটের হাতে নোটিশ ধরিয়েছিল ডিজিসিএ। স্পাইসজেটের সূচি অনুযায়ী ৫০ শতাংশ বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল জুন মাসে। প্রসঙ্গত, এই নোটিশ পাঠানোর আগের ১৭ দিনে আটবার বিপত্তির সম্মুখীন হয়েছিল স্পাইসজেটের বিমান। পরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় গত সেপ্টেম্বরে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানায়, আগামী ২৯ অক্টোবর ২০২২ পর্যন্ত সর্বাধিক ৫০% বিমান ওড়াতে পারবে স্পাইসজেট। এই সময়কালে ডিজিসিএ-এর কাছে স্পাইসজেটকে প্রমাণ দিতে হত যে তারা নির্বিঘ্নে উড়ান পরিচালনা করতে সক্ষম। আর এরই মাঝে এই বিপত্তি ঘটল।

 

বন্ধ করুন