বাংলা নিউজ > ঘরে বাইরে > Sri Lanka Crisis: এখনও সংকটে অর্থনীতি, তবু সরকারি কর্মীদের ভাতা বাড়ানোর উদ্যোগ শ্রীলঙ্কায়

Sri Lanka Crisis: এখনও সংকটে অর্থনীতি, তবু সরকারি কর্মীদের ভাতা বাড়ানোর উদ্যোগ শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে ফাইল ছবি. (Photo by Ishara S. KODIKARA / AFP) (AFP)

বিক্রম সিংঘের বর্তমানে ওই দেশের অর্থমন্ত্রীর দায়িত্বও সামলান। তিনি জানিয়েছেন, আমাদের অর্থনীতি বেলাইনে চলে গিয়েছিল।আমরা সেটা লাইনে ফেরাতে পেরেছি। তবে এখনও মানুষকে ভুগতে হচ্ছে এটা মানছি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে। সোমবার তিনি তাঁর সরকারের বাজেট ২০২৪ পেশ করেন। সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দেন , এই চরম আর্থিক সংকট থেকে রেহাই পাওয়ার জন্য সংস্কার করা দরকার। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, সেই যে বিরাট মূল্যবৃদ্ধি তা থেকে কিছুটা মুক্তি পেয়েছে শ্রীলঙ্কা।

বিক্রম সিংঘের বর্তমানে ওই দেশের অর্থমন্ত্রীর দায়িত্বও সামলান। তিনি জানিয়েছেন, আমাদের অর্থনীতি বেলাইনে চলে গিয়েছিল।আমরা সেটা লাইনে ফেরাতে পেরেছি। তবে এখনও মানুষকে ভুগতে হচ্ছে এটা মানছি।

তিনি জানিয়েছেন, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার মূল্যবৃদ্ধি হয়েছিল প্রায় ৭০ শতাংশ। সেটা এবছর অক্টোবর মাসে কমে গিয়ে ১.৫ শতাংশ হচ্ছে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এই দেশ যাতে দেউলিয়া না হয়ে যায় সেকারণে আমাদের সংস্কার করাটা খুব দরকার।

আসলে গত বছর ভয়াবহ আর্থিক দুরবস্থার মধ্য়ে পড়েছিল শ্রীলঙ্কা। একেবারে মারাত্মক পরিস্থিতি। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে। সংস্কার করতেই হবে। তবে এখনও সংকটে রয়েছে অর্থনীতি।

তিনি জানিয়েছেন, রাজ্যের যে সংস্থাগুলি রয়েছে সেগুলি বাঁচানোর জন্য স্টেট ব্যাঙ্ক সহায়তা করছে। তাদেরকে সহায়তা করছে সরকার। তিনি জানিয়েছেন, ১.৩ মিলিয়ন রাজ্য সরকারি কর্মীদের ভাতা ১০,০০০ করে বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্তদের ভাতাও ৩০০০ করে বৃদ্ধি করা হবে। ২০২৪ সালে এটা করা হবে।

আসলে রাজ্য সরকারি কর্মীদের মধ্য়ে নানা ক্ষোভ দানা বাঁধছিল। রাস্তাতেও বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। এবার দ্রুত ব্যবস্থা নিল সরকার। তবে সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য় সরকার মুদ্রা ছাপিয়ে ফেলবে বা ধার নেবে এমনটা নয়।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.