বাংলা নিউজ > ঘরে বাইরে > ভিডিয়ো তুলতে গিয়ে ওড়িশায় জলে ভেসে গেল আশুতোষের ছাত্র, আহত এক শিক্ষক সহ দুই

ভিডিয়ো তুলতে গিয়ে ওড়িশায় জলে ভেসে গেল আশুতোষের ছাত্র, আহত এক শিক্ষক সহ দুই

নিখোঁজ আশুতোষ কলেজের ছাত্র। 

আশুতোষ কলেজের পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের তৃতীয় সেমেস্টারের পড়ুয়াদের নিয়ে শিক্ষকরা গত মঙ্গলবার ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেখানে তারা বিভিন্ন কল কারখানা পরিদর্শনে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের ফেরার কথা ছিল। এদিন বিকেলে ট্রেন ছিল। 

ওড়িশায় ভ্রমণে গিয়ে ইউটিউবের জন্য ভিডিয়ো শুট করতে গিয়ে দুর্ঘটনা! নিখোঁজ হয়ে গেল কলকাতার আশুতোষ কলেজের এক পড়ুয়া। এছাড়াও এক শিক্ষক এবং অন্য এক ছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে ওড়িশার বারবিলে। আশুতোষ কলেজ থেকে ৩৮ জন পড়ুয়া এবং ৫ শিক্ষক শিক্ষকার একটি দল ওড়িশার বারবিলে রওনা দিয়েছিল। সেখানে ইউটিউবের ভিডিয়ো করতে গিয়ে খাদে পড়ে যায় এক ছাত্র। আর এক ছাত্র কোনওভাবে বেঁচে যায়। তাদের বাঁচাতে গিয়ে এক শিক্ষক আহত হয়েছেন। ঘটনার খবর পাওয়ার পরে নিখোঁজ ছাত্রের পরিবার ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রের নাম তারাশঙ্কর সরকার। ওই ছাত্রের খোঁজ চালাচ্ছে ওড়িশার প্রশাসন।

আরও পড়ুন: খাস কলকাতায় দুই সপ্তম শ্রেণীর পড়ুয়া নিখোঁজ বোর্ডিং স্কুল থেকে, সিসিটিভিতে কী দেখা গেল?

জানা গিয়েছে, আশুতোষ কলেজের পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের তৃতীয় সেমেস্টারের পড়ুয়াদের নিয়ে শিক্ষকরা গত মঙ্গলবার ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেখানে তারা বিভিন্ন কলকারখানা পরিদর্শনে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের ফেরার কথা ছিল। এদিন বিকেলে ট্রেন ছিল। তবে তার আগে এদিন বারবিল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি নদী ও জলপ্রপাত দেখতে গিয়েছিল ছাত্র ও শিক্ষকের ওই দল। সেই জলপ্রপাত দেখার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ একেবারে নদীর ধারে ভিডিয়ো শুট করছিল ওই দুই ছাত্র। ভিডিয়ো করার সময় আচমকা তারা নদীর একেবারে ধারে চলে যায়। সেই সময় কোনওভাবে পা পিছলে দুজন পড়ে যায়। ২০ ফুট খাদে পড়ে যায় তারাশঙ্কর। অন্যদিকে, নীলাব্জ গুপ্ত এক ছাত্র নদীর পারে ঝুলতে থাকে। তাকে বাঁচাতে অন্যান্যরা ছুটে আসে। এদিকে, তাদের বাঁচাতে গিয়ে পাথুরে রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে যায় এক শিক্ষকের। আহত শিক্ষক এবং ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেই নিখোঁজ ছাত্রের খোঁজে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন শিক্ষকরা। এরপর নদীতে শুরু হয় তল্লাশি অভিযান। যদিও ওই ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি। তার খোঁজ চালানো হচ্ছে।

জানা গিয়েছে, আহত শিক্ষকের পায়ে প্লাস্টিক সার্জারি হয়েছে। অন্যদিকে, নীলাব্জ শরীরের নানা জায়গায় আঘাত পেয়েছেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, তারাশঙ্কর হুগলির আরামবাগের বাসিন্দা। তিনি সল্টলেকে থাকেন। পারিবারিক সূত্রের খবর, তারাশঙ্কর পড়াশোনায় খুবই মেধাবী এবং একজন ইউটিউবার ছিলেন। ফলে ইউটিউবের ভিডিয়ো শুট করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা। এদিকে, এই ঘটনার খবর পাওয়ার পরে তার পরিবারের সদস্যরা ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা জানিয়েছেন, ঘটনার দিন সকালে তাদের সঙ্গে তারাশঙ্করের কথা হয়েছিল। 

পরবর্তী খবর

Latest News

‘সেই রাতে’ ট্রমা কেয়ারে ডিউটি ছিল নিরাপত্তারক্ষী অমিতের, বললেন ‘ফাঁকফোকর’ ছিল! নুন খাওয়ার অভ্য়াসও বাড়িয়ে দিতে পারে ওজন! রোজ কতটা শরীরের জন্য নিরাপদ? প্রেমিকা বা প্রেমিক থাকা কি ভুল? সন্ত প্রেমানন্দ মহারাজ কী বলেন? অসুস্থ, শ্যুটিংয়ে ডায়ালগ বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে,কী হয়েছে ‘দীপা’ স্বস্তিকার? 'বিভ্রান্তিকর পোস্ট ছড়াচ্ছে', রামনবমীতে ইডেনের ম্যাচ সরছে না? ধন্দ বাড়াল পুলিশ এবার স্লোভাকিয়ার বিনিয়োগ টানতে মাঠে নামল সরকার, 'এখান থেকে অনেকে বেড়াতে যান' বাংলাদেশ সেনার সঙ্গে গোপন বৈঠকে ধমক 'বিপ্লবী' হাসনাতকে! কী কী বলা হল তাঁকে? আবার মা হচ্ছেন আলিয়া? রণবীরের কোন কাজে ইঙ্গিত মিলল? 'বিয়ে করলেই বুঝবে...', অর্জুনকে বিয়ে নিয়ে কোন টিপস দিলেন অভিষেক? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে আবার র‍্যাগিং, পড়ুয়ার পরিবারকে হুমকি

IPL 2025 News in Bangla

'বিভ্রান্তিকর পোস্ট ছড়াচ্ছে', রামনবমীতে ইডেনের ম্যাচ সরছে না? ধন্দ বাড়াল পুলিশ RCB-র বিরুদ্ধে রেকর্ড ভালো,IPL 2025-এও একই ধারা বজায় থাকবে?কী বললেন KKR-এর বরুণ? IPL 2025-এর আগেই বড় ধাক্কা খেল DC, প্রথম দুই ম্যাচে হয়তো পাওয়া যাবে না রাহুলকে ইডেনে ফের দেখা হতেই রিঙ্কুর থেকে ব্যাট লুকোলেন কোহলি? নেটপাড়ায় ভিডিয়ো হল ভাইরাল অক্ষরের নেতৃত্বে DC-র ট্রফির খরা কাটানোর চ্যালেঞ্জ, দলের শক্তি, দুর্বলতাগুলো কী? IPL-এর আগেই KKR-র ড্রেসিংরুমে ঢুকে চাবি হাতাচ্ছেন তৃণা! কেন? অধিনায়কত্ব নিয়ে রোহিত ও MI-কে খোঁচা বিরাটের RCB-র, ট্রফি দেখিয়ে পালটা ফ্যানদের IPL 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক, শাহরুখ কিন্তু আজই শহরে! পরিসংখ্যানই কথা বলে... টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া নিয়ে রোহিতকে জবাব সিরাজের রিপোর্ট- মহসিনের সর্বনাশে পৌষমাস শার্দুলের, যোগ LSG-তে, ময়াঙ্কের চোট নিয়েও সংশয়

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.