ভারতীয় প্রযুক্তিতে তৈরি VSHORADS (ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম) মিসাইলের সফল পরীক্ষণ করল ডিআরডিও। ওড়িশার চাঁদিপুরে এই মিসাইল উৎক্ষেপণ করে পরীক্ষা চালানো হল। আর তাতে ১০০ নম্বরে ১০০-ই পেল এই মিসাইল। জানা গিয়েছে, এই পোর্টেবল মিসাইল সিস্টেমের দু'টি পরীক্ষা হয়। প্রথম পরীক্ষাটি হয়েছিল বুধবার। এরপর বৃহস্পবার দ্বিতীয় দফায় পের এর পরীক্ষা হয়। দুই পরীক্ষাতেই পাশ করেছে এই মিসাইল। জানা গিয়েছে, খুব কাছে চলে আসা উড়ন্ত বস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল। শত্রুপক্ষের বিমান থেকে শুরু করে হেলিকপ্টার বা ড্রোন নিমেষেই খতম করতে পারে ভারতের এই মিসাইল। প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত এই মিসাইলের রেঞ্জ আছে বলে জানিয়েছে ডিআরডিও। (আরও পড়ুন: এই শেষ সুযোগ! পকেট ভরাতে মার্চের শুরুতে চোখ থাকুক এই সব ডেডলাইনে)
আরও পড়ুন: সব অঙ্ক কষে কাজ সেরেছে অর্থ বিভাগ, অবশেষে কেন্দ্রীয় হারে ডিএ মিলবে এই রাজ্যে
এই ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলের পরীক্ষা প্রসঙ্গে ডিআরডিও-র এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, 'মানুষ বিহীন দ্রুত গতির উড়ন্ত বস্তুর ওপর পরীক্ষা চালানো হয়েছিল এই মিসাইলের। প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে তা ধ্বংস করতে সক্ষম হয়েছে মিসাইলটি।' সেই আধিকারিক জানান, এই মিসাইল সিস্টেমে নতুন নতুন বহু ফিচার রয়েছে। ছোট আকারের 'রিঅ্যাকশন কন্ট্রোল সিস্টেম' থেকে শুরু করে 'ইন্টিগ্রেটেড এভিয়োনিকস' আছে এতে। পরীক্ষার সময় এই সব নয়া ফিচারই ঠিকঠাক ভাবে কাজ করেছে বলে জানান ডিআরডিও আধিকারিক। (আরও পড়ুন: নজরে মহিলা ভোট, BJP-কে টেক্কা দিতে রাজ্যে সস্তায় গ্যাস বিক্রির ঘোষণা সরকারের)
আরও পড়ুন: মার্চে ব্যাঙ্ক বন্ধ ১৪ দিন,আছে লম্বা উইকেন্ড! কলকাতায় কবে কবে ছুটি? দেখুন তালিকা
রিপোর্ট অনুযায়ী, ডিআরডিও-র সঙ্গে হাত মিলিয়ে এই ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলটি তৈরি করেছে রিসার্চ সেন্টার ইমারাত। জনা গিয়েছে, এই মিসাইলে 'ডুয়াল থার্স্ট' সলিড মোটোর আছে। কাছাকাছির মধ্যে স্বল্প উচ্চতায় থাকা কোনও উড়ন্ত লক্ষ্যবস্তুকে খতম করার জন্যে যা খুবই কার্যকরী। এছাড়াও এই মিসাইল এবং লঞ্চার এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে যেকোনও মানুষ সহজেই তা এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এদিকে এই মিসাইল সিস্টেমের সফল পরীক্ষণে ডিআরডিও-কে অভিনন্দ জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আশা প্রকাশ করেন, এই মিসাইল ব্যবস্থা সেনার হাতে এলে দেশ আরও সুরক্ষিত হবে। উল্লেখ্য, বিগ তবেশ কয়েক বছর ধরেই জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাব সীমান্তে ড্রোনের মাধ্যমে অস্ত্র এবং মাদক পাচারের চেষ্টা চালিয়ে আসছে জঙ্গিরা। এমনকী ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটনারও চেষ্টা হয়েছে। এই সব ক্ষেত্রে এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি বেশ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।