বাংলা নিউজ > ঘরে বাইরে > Air Defence Missile test by DRDO: দেশীয় প্রযুক্তিতে তৈরি হল অত্যাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল, পরীক্ষায় পেল ১০০-য় ১০০

Air Defence Missile test by DRDO: দেশীয় প্রযুক্তিতে তৈরি হল অত্যাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল, পরীক্ষায় পেল ১০০-য় ১০০

চাঁদিপুরে নয়া মিসাইল সিস্টেমের পরীক্ষা হল (PTI)

ডিআরডিও-র সঙ্গে হাত মিলিয়ে এই ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলটি তৈরি করেছে রিসার্চ সেন্টার ইমারাত। জনা গিয়েছে, এই মিসাইলে 'ডুয়াল থার্স্ট' সলিড মোটোর আছে। কাছাকাছির মধ্যে স্বল্প উচ্চতায় থাকা কোনও উড়ন্ত লক্ষ্যবস্তুকে খতম করার জন্যে যা খুবই কার্যকর।

ভারতীয় প্রযুক্তিতে তৈরি VSHORADS (ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম) মিসাইলের সফল পরীক্ষণ করল ডিআরডিও। ওড়িশার চাঁদিপুরে এই মিসাইল উৎক্ষেপণ করে পরীক্ষা চালানো হল। আর তাতে ১০০ নম্বরে ১০০-ই পেল এই মিসাইল। জানা গিয়েছে, এই পোর্টেবল মিসাইল সিস্টেমের দু'টি পরীক্ষা হয়। প্রথম পরীক্ষাটি হয়েছিল বুধবার। এরপর বৃহস্পবার দ্বিতীয় দফায় পের এর পরীক্ষা হয়। দুই পরীক্ষাতেই পাশ করেছে এই মিসাইল। জানা গিয়েছে, খুব কাছে চলে আসা উড়ন্ত বস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল। শত্রুপক্ষের বিমান থেকে শুরু করে হেলিকপ্টার বা ড্রোন নিমেষেই খতম করতে পারে ভারতের এই মিসাইল। প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত এই মিসাইলের রেঞ্জ আছে বলে জানিয়েছে ডিআরডিও। (আরও পড়ুন: এই শেষ সুযোগ! পকেট ভরাতে মার্চের শুরুতে চোখ থাকুক এই সব ডেডলাইনে)

আরও পড়ুন: সব অঙ্ক কষে কাজ সেরেছে অর্থ বিভাগ, অবশেষে কেন্দ্রীয় হারে ডিএ মিলবে এই রাজ্যে

এই ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলের পরীক্ষা প্রসঙ্গে ডিআরডিও-র এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, 'মানুষ বিহীন দ্রুত গতির উড়ন্ত বস্তুর ওপর পরীক্ষা চালানো হয়েছিল এই মিসাইলের। প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে তা ধ্বংস করতে সক্ষম হয়েছে মিসাইলটি।' সেই আধিকারিক জানান, এই মিসাইল সিস্টেমে নতুন নতুন বহু ফিচার রয়েছে। ছোট আকারের 'রিঅ্যাকশন কন্ট্রোল সিস্টেম' থেকে শুরু করে 'ইন্টিগ্রেটেড এভিয়োনিকস' আছে এতে। পরীক্ষার সময় এই সব নয়া ফিচারই ঠিকঠাক ভাবে কাজ করেছে বলে জানান ডিআরডিও আধিকারিক। (আরও পড়ুন: নজরে মহিলা ভোট, BJP-কে টেক্কা দিতে রাজ্যে সস্তায় গ্যাস বিক্রির ঘোষণা সরকারের)

আরও পড়ুন: মার্চে ব্যাঙ্ক বন্ধ ১৪ দিন,আছে লম্বা উইকেন্ড! কলকাতায় কবে কবে ছুটি? দেখুন তালিকা

রিপোর্ট অনুযায়ী, ডিআরডিও-র সঙ্গে হাত মিলিয়ে এই ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলটি তৈরি করেছে রিসার্চ সেন্টার ইমারাত। জনা গিয়েছে, এই মিসাইলে 'ডুয়াল থার্স্ট' সলিড মোটোর আছে। কাছাকাছির মধ্যে স্বল্প উচ্চতায় থাকা কোনও উড়ন্ত লক্ষ্যবস্তুকে খতম করার জন্যে যা খুবই কার্যকরী। এছাড়াও এই মিসাইল এবং লঞ্চার এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে যেকোনও মানুষ সহজেই তা এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এদিকে এই মিসাইল সিস্টেমের সফল পরীক্ষণে ডিআরডিও-কে অভিনন্দ জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আশা প্রকাশ করেন, এই মিসাইল ব্যবস্থা সেনার হাতে এলে দেশ আরও সুরক্ষিত হবে। উল্লেখ্য, বিগ তবেশ কয়েক বছর ধরেই জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাব সীমান্তে ড্রোনের মাধ্যমে অস্ত্র এবং মাদক পাচারের চেষ্টা চালিয়ে আসছে জঙ্গিরা। এমনকী ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটনারও চেষ্টা হয়েছে। এই সব ক্ষেত্রে এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি বেশ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

এবার ৩৫০০০ কোটিতে ভারতেই তৈরি হবে ২ পারমাণবিক সাবমেরিন, অনুমোদন কেন্দ্রের মুলতানের মাটিতে পাকিস্তানকে কচুকাটা! ৩৫তম শতরান করে রুট বলছেন,'এখনই থামব না'… ছুটি বাতিল হয়েছে জেলা পুলিশেরও, নারী নিরাপত্তায় নামছে ড্রোন, সিসি ক্যামেরায় নজর ছোট্ট মেয়ের কষ্ট মুছল কলকাতা হাইকোর্ট, বাবা–মাকে এক করতেই দুর্গাপুজো জমজমাট ‘অনশন মঞ্চ থেকে ফিরে, ব্রেকফাস্ট দাও বলতে…’! শ্রীলেখা লেখায় হাসির ধুম, এল জবাবও ফের কাছাকাছি! ভালোবাসার মানুষকে চিয়ার করতে এলেন খুশি, নেটিজেনরা বলছে ‘সো সুইট’ মহাসপ্তমীর 'কলা বৌ স্নান', নদী-পুকুর ঘাটে বিশেষ মুহূর্ত ভারত রত্ন দেওয়া হোক রতন টাটাকে, শিল্পপতির প্রয়াণে প্রস্তাবনা পাশ সরকারের ‘পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে টিকে থাকাই কঠিন'…বলিউড নিয়ে সোজাসাপটা বেবো বন্যা দেখতে গিয়ে ওল কিনে বাড়ি ফিরেছিলেন, হয় তীব্র ট্রোলিং, এবার জবাব দিলেন রচনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.