ঘটনা তেলাঙ্গানার মাঞ্চেরিয়ালের। সেখানে এক খ্রিস্টান স্কুলের ভিতর কয়েকজন পড়ুয়া গেরুয়াবসন পরে যেতেই যাবতীয় ঘটনার সূত্রপাত। মূলত, সেখানে কিছু পড়ুয়া ‘হনুমান দীক্ষা পোশাক’ পরে স্কুলের ভিতরে প্রবেশ করে। ইউনিফর্মের জায়গায় গেরুয়া পরে স্কুলে প্রবেশ করায় তা নিয়ে প্রশ্ন তোলে স্কুল। এরপরই স্কুলে ভাঙচুর শুরু হয়। হায়দরাবাদ থএকে ২৫০ কিলোমিটার দূরে কান্নেপাল্লি গ্রামে এই ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রিন্সিপাল সহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
স্কুলের ওই পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। এমনই জানিয়েছে পুলিশ। ১৫৩ এর এ, ২৯৫ এর ধারায় প্রিন্সিপাল সহ ২ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। অভিযোগ, স্কুলের তরফে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। তেলাঙ্গানার ওই স্কুলের নাম ‘ব্লেসড মাদার টেরেসা’। আর সেখানে কয়েকজন স্কুল পড়ুয়া গেরুয়া বসন পরে স্কুলের ভিতরে যায় বলে খবর। প্রিন্সিপাল এমনটা দেখেই ওই পড়ুয়াদের অভিবাবকদের ডেকে পাঠান। কেন ইউনিফর্ম না পরে তারা ওই পোশাক পরেছেন তা নিয়ে প্রশ্ন তোলে স্কুল। পরে বিপুল জনতা এসে স্কুলে ভাঙচুর চালায় বলে অভিযোগ। তারপর তারা দাবি করে, যাতে স্কুলের তরফে ক্ষমা চাওয়া হয়। ততক্ষণে স্কুলে ব্যাপক ভাঙচুর চলে। ঘটনার ভডিয়ো ফুটেজও আসতে থাকে। সংবাদ সংস্থা পিটিআই এই খবর ১৭ তারিখ জানিয়েছে। জানা গিয়েছে, তারও ২ দিন আগে এই ঘটনা ঘটেছে।
( Spectacles Cleaning Tips:চশমা দাগছোপে ভরা? ঝটপট হাতের কাছের এই জিনিসগুলি দিয়ে করে নিন ঝকঝকে)
প্রসঙ্গত, স্কুলের প্রিন্সিপাল ওই গেরুয়া বসন দেখতেই প্রশ্ন তুললে, তার জবাবও দিয়েছে পড়ুয়ারা। তারা জানিয়েছে ২১ দিনের ‘হনুমান দীক্ষা পোশাক’ পালন করছে তারা। তারপরই প্রিন্সপাল জয়মন জোসেফ পড়ুয়াদের বাবা মাকে স্কুলে আসতে বলেন। এরপর থেকেই পরিস্থিতি আরও হাতের বাইরে যেতে থাকে। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, গেরুয়া বসন পরে কয়েকজন জয়শ্রীরাম স্লোগান দিচ্ছেন স্কুলের বাইরে। এদিকে, ঘটনার খবর পেতেই সেখানে পুলিশ উপস্থিত হয়। পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।