বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata Banerjee: ‘নেতা হতে গেলে ধৈর্য্য থাকতে হয়’, সাকেতকে মঞ্চে ডেকে নিয়ে মোদীকে কটাক্ষ মমতার

Mamata Banerjee: ‘নেতা হতে গেলে ধৈর্য্য থাকতে হয়’, সাকেতকে মঞ্চে ডেকে নিয়ে মোদীকে কটাক্ষ মমতার

তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলকে মঞ্চে ডেকে নেন মমতা। (টুইটার)

মোরবিতে সেতু বিপর্যয় পর প্রধানমন্ত্রী সফরের খরচকে কটাক্ষ করে একটি টুইট করেন সাকেত গোখলে। এর জন্য সাইবার আইনে তাঁকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। জমিন পেতেই তাঁকে ফের গ্রেফতার করা হয়। পরে অবশ্য আবারও জামিন পেয়ে যান তিনি।

নেতা হতে গেলে ধৈর্য্য থাকতে হয়, শিলংয়ে দলের কর্মীসভা চলাকালীন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলকে মঞ্চে ডেকে নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার দিনের মধ্যে সাকেতকে দু'বার গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। এই ঘটনার সমালোচনা করে তৃণমূল সুপ্রিমো কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করেন।

মোরবিতে সেতু বিপর্যয় পর প্রধানমন্ত্রী সফরের খরচকে কটাক্ষ করে একটি টুইট করেন সাকেত গোখলে। এর জন্য সাইবার আইনে তাঁকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। জমিন পেতেই তাঁকে ফের গ্রেফতার করা হয়। পরে অবশ্য আবারও জামিন পেয়ে যান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। তৃণমূল গুজারাটে প্রতিনিধি দল পাঠায়। গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরেও যায় তৃণমূলের পাঁচ প্রতিনিধি দল।

এই প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন,'সাকেত তথ্যের অধিকার আইনের বহুল পরিচিত একজন কর্মী। সে কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছিল। কিন্তু তা সহ্য করতে না পেরে তাঁকে গ্রেফতার করা হল। নেতা হতে গেলে ধৈর্য্য থাকতে হবে। সহনশীল হতে হবে। আপনার যদি তা না থাকে তবে আপনি কখনই মানুষের হৃদয় জিততে পারবেন না।' এই 'নেতা' বলতে মোদীকেই বোঝাতে চেয়েছেন মমতা। কারণ সাকেত তাঁর সফরের খরচের সমালোচনা করেই টুইট করছিল।

বন্ধ করুন