বাংলা নিউজ > ঘরে বাইরে > Tourism: ফের ফিরছে Palace on Wheel, জেনে নিন বিলাসবহুল ট্রেন সফর কবে থেকে!

Tourism: ফের ফিরছে Palace on Wheel, জেনে নিন বিলাসবহুল ট্রেন সফর কবে থেকে!

প্যালেস অন হুইলস ফের ফিরছে রেলপথে। (HT_PRINT)

এদিকে এই ট্রেনে গড়ে ৬০-৭০ শতাংশ বুকিং থাকে। ২০১৯-২০ সালে এই ট্রেন থেকে ১৪.৬৫ কোটি টাকা আয় হয়েছিল। ২০১৮-১৯ সালে এই অঙ্কটাই ছিল ১৬.১৭ কোটি টাকা। তবে করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল এই বিলাসবহুল ট্রেন।

সচিন সাইনি

রাজকীয় সেই বিলাসবহুল ট্রেন ফের ফিরতে পারে আগামী সেপ্টেম্বরে। রাজস্থানে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিল এই Palace on Wheels। কিন্তু ২০২০ সালে করোনা পরিস্থিতিতে এই ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এই ট্রেন কবে চালু হবে তা নিয়ে হাপিত্যেশ করে বসে ছিলেন ভ্রমণপিপাসু লোকজন। তবে এবার তা ফের রেললাইনে ফিরতে চলেছে। সূত্রের খবর, এই ট্রেনকে ফের চালানো নিয়ে দফায় দফায় মিটিং হয়েছে। সেখানে রেলমন্ত্রী, লোকসভার স্পিকার, রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এনিয়ে এবার ভারতীয় রেলের সঙ্গে রাজস্থান পর্যটন উন্নয়ন নিগমের একটি চুক্তি হওয়ারও কথা রয়েছে।

এদিকে প্যালেস অন হুইলসের প্রায় ৪২ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই টাকা আদায় করার চেষ্টা করা হবে। ইতিমধ্যে রাজস্থান পর্যটন উন্নয়ন নিগম ৫ কোটির একটি চেক দিয়েছে। সামনের সপ্তাহে আরও ৩ কোটির চেক দেবে। এদিকে আগে রেল ও আরটিডিসি ৫৬: ৪৪ অনুপাতে আয় করত। তবে এবার এই পলিসিতে কিছু পরিবর্তন করা হবে। আরটিডিসির চেয়ারম্যান ধর্মেন্দ্র রাঠোর বলেন, বকেয়া টাকাগুলো মেটানোর চেষ্টা হচ্ছে। সামনের সপ্তাহে রেলের সঙ্গে নতুন চুক্তি হবে।

তিনি জানিয়েছেন, ১৯৮২ সাল থেকে এই ট্রেন চলছে। কোনওদিন এটির আর্থিক ক্ষতি হয়নি। এদিকে এই ট্রেনে গড়ে ৬০-৭০ শতাংশ বুকিং থাকে। এদিকে ২০১৯-২০ সালে এই ট্রেন থেকে ১৪.৬৫ কোটি টাকা আয় হয়েছিল। ২০১৮-১৯ সালে এই অঙ্কটাই ছিল ১৬.১৭ কোটি টাকা।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন