মধ্য়প্রদেশের মোরেনাতে ভয়াবহ গ্যাস লিকের ঘটনা। মোরেনাতে খাবার তৈরির একটা কারখানা থেকে ভয়াবহ গ্যাস বের হতে থাকে। এর জেরে অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের শরীরে সেই গ্যাস প্রবেশ করেছিল। তার জেরে মৃত্যু হয় তাদের। উদ্ধারকারীরা দ্রুত অন্যান্য শ্রমিকদের বের করে আনেন। আধিকারিকরা জানিয়েছেন সাক্ষী ফুড ফ্যাক্টরি নামে একটা কারখানা থেকে গ্যাস লিক করে। এরপরই ভয়াবহ কাণ্ড!
এই ঘটনার পরে দ্রুত ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে যায়। পাঁচজনের দেহ উদ্ধার করা হয়। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্রের খবর, বেলা ১১টা নাগাদ গ্যাস বের হতে শুরু করে। এদিকে দুজন শ্রমিক সেটা যাচাই করতে গিয়েছিলেন। এসডিএম ভূপেন্দ্র সিং খুশাওয়া পিটিআইকে জানিয়েছেন, প্রথমে দুজন অসুস্থ হয়ে পড়েন। এরপর আরও তিনজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন।
পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
গোয়ালিয়র থেকে প্রায় ৩৯ কিমি দূরে এই মোরেনা শহর। সেখানেই এই ভয়াবহ কাণ্ড। তবে উদ্ধারকারী টিম, দমকল দ্রুত ব্যবস্থা নিয়েছে। কী ধরনের বিষাক্ত গ্যাস বেরিয়েছিল সেটা দেখা হচ্ছে। কেন এভাবে বিষাক্ত গ্যাস কারখানা থেকে বেরিয়ে এল তা নিয়ে প্রশ্ন উঠছে।
আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন বাসিন্দারা। অনেকেই নাকে রুমাল চাপা দিয়ে বাঁচার চেষ্টা করেন। অনেকেরই চোখ জ্বলছিল বলে খবর। তবে পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করত। আপাতত গোটা বিষয়টি খতিয়ে দেখে এই ঘটনার কারোর গাফলতি রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।