বাংলা নিউজ > ঘরে বাইরে > কী কারণে বিমানবন্দর-করোনার টিকাকরণে 'ফেসিয়াল রেকগনিশন', জানতে চেয়ে দায়ের RTI

কী কারণে বিমানবন্দর-করোনার টিকাকরণে 'ফেসিয়াল রেকগনিশন', জানতে চেয়ে দায়ের RTI

কী কারণে বিমানবন্দর-করোনার টিকাকরণে 'ফেসিয়াল রেকগনিশন', জানতে চেয়ে দায়ের RTI। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থা তথ্য জানার অধিকার অর্থাৎ আরটিআই ফাইল করেছে।

করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন বিমানবন্দরে ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছতার দাবি তুলল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থা তথ্য জানার অধিকার অর্থাৎ আরটিআই ফাইল করেছে। আরটিআইয়ের মাধ্যমে এই সংস্থা জানতে চেয়েছে, ঠিক কী কারণে এই নতুন প্রযুক্তি সরকার ব্যবহার করতে চলেছে। সেই সঙ্গে এও জানতে চেয়েছে, এমন কী কোনও আইন আছে এই প্রযুক্তি ব্যবহার করা নিয়ে।সেই সঙ্গে আরও জানতে চাওয়া হয়েছে, এই নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য কত টাকা খরচ হবে।

ইতিমধ্যে বারাণসী ও পুণে বিমানবন্দরে এই ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করা নিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের পিছনে সরকারের যুক্তি হল, এই প্রযুক্তি ব্যবহার করে যাত্রীর কাছ থেকে কোনও নথি না দেখেই খুব তাড়াতাড়ি বিমানবন্দরে ঢোকার অনুমতি দেওয়া যাবে ।বিমানের টিকিট বুকিংয়ের সময় আধার নম্বর মাধ্যমে যাত্রীর যাবতীয় তথ্য থাকবে। শুধু এই ক্ষেত্রেই নয়, এই নতুন প্রযুক্তি টাচলেস ভ্যাকসিনেশন প্রক্রিয়াতেও থাকবে। ন্যাশনাল হেলথ অথরিটি এই প্রযুক্তি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও প্রয়োগ করতে চলেছে।

কিন্তু সংস্থার তরফে প্রশ্ন তোলা হয়েছে, এই ধরনের নতুন প্রযুক্তি ব্যবহার করলে কী কোনও ব্যক্তির ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে আধার কার্ড দেওয়া থাকলে তো তার মাধ্যমে অনেক তথ্যই বাইরে বেরিয়ে যেতে পারে।ফলে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

‘ফুচকাওয়ালাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে’, সিংহি পার্কের পুজো বয়কটের ডাক, এল সাফাই ‘বর্তমানেই থাকি, কালকের কথা ভাবি না’! সাফল্যের মন্ত্র জানালেন বিশ্বকাপজয়ী তারকা… ষষ্ঠীর বিকেল ভিজবে বৃষ্টিতে, এরপর সপ্তমীতেও উত্তর-দক্ষিণ মিলিয়ে ১০ জেলায় সতর্কতা ৫০০ কোটির জালিয়াতি মামলায় নাম জড়ানোর পর আবার ‘রোডিজ’-এ ফিরছেন রিয়া! উৎসবের মরশুমে ইলিশ মাছে কতটা মেশানো হচ্ছে ফরমালিন? অভিযানে নামল স্বাস্থ্য দফতর খুনের কেসে ফাঁসানো হয়েছে লোকনাথকে! মিসিং লিঙ্ক খুঁজে বের করতে পারবেন অনির্বাণ? হাজার হাজার চাকরি খাবে স্যামসাং! কতটা চাপে পড়বে ভারত প্রথম ইনিংসে ধস, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া পুলিশের সামনেই সপাটে চড় বিধায়ককে, পরে পেটালেন আরও ১ জন, পালটা জুটল মার- ভিডিয়ো একের পর এক মেডিক্যাল কলেজে গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের, পাত্তা দিতে নারাজ নবান্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.