বাংলা নিউজ > ঘরে বাইরে > Tripura Pradesh TMC: BJP-তে যোগদানের জল্পনা শুরু হতেই সুবলকে ত্রিপুরার রাজ্য সভাপতি থেকে সরাল TMC

Tripura Pradesh TMC: BJP-তে যোগদানের জল্পনা শুরু হতেই সুবলকে ত্রিপুরার রাজ্য সভাপতি থেকে সরাল TMC

সুবল ভৌমিক। ফাইল ছবি

জানানো হয়েছে, ‘সুবল ভৌমিককে অবিলম্বে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’ তবে রাজ্য কমিটি, রাজ্য যুব কমিটি, রাজ্য মহিলা কমিটি, রাজ্য এসসি সেল এবং রাজ্য এসটি সেলের অন্যান্য সদস্যরা তাদের অবস্থানে থাকবেন বলেই তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা প্রকাশ্যে আসতেই সুবল ভৌমিককে ত্রিপুরার রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আজ সকালে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের পক্ষ থেকে বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। তার পরিবর্তে ত্রিপুরায় তৃণমূলের নতুন রাজ্য সভাপতি ঘোষণা না হওয়া পর্যন্ত দলের সংগঠনিক কাজকর্ম সামলাবেন ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

তৃণমূলের পক্ষ থেকে এদিন প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘সুবল ভৌমিককে অবিলম্বে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’ তবে রাজ্য কমিটি, রাজ্য যুব কমিটি, রাজ্য মহিলা কমিটি, রাজ্য এসসি সেল এবং রাজ্য এসটি সেলের অন্যান্য সদস্যরা তাদের অবস্থানে থাকবেন বলেই তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ত্রিপুরার সংবাদ মাধ্যমে সুবল ভৌমিকের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার খবর প্রকাশিত হচ্ছে। তারপরে এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও দলের তরফ এ বিষয়ে কিছু জানানো হয়নি। সুবল ভৌমিককে চলতি বছরের এপ্রিলে ত্রিপুরার রাজ্য সভাপতি করেছিল তৃণমূল। তারপরেই ত্রিপুরার তৃণমূলের মধ্যে তুমুল অসন্তোষ তৈরি হয়েছিল। গত বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের খারাপ ফলের জন্য সুবল সরকারকে দায়ী করেছিলেন ত্রিপুরা তৃণমূলের একাংশ। নিজের পছন্দের ব্যক্তিদের সব সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সুবলের বিরুদ্ধে। আগামী বছরে বিধানসভা নির্বাচন রয়েছে ত্রিপুরায়। তার আগে দলের রাজ্য সভাপতি পদ্মশিবিরের যোগ দিলে সেক্ষেত্রে তৃণমূল বড় ধাক্কা পেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বন্ধ করুন