বাংলা নিউজ > ঘরে বাইরে > সামনেই আস্থা ভোট! মহারাষ্ট্রে অউরাঙ্গাবাদের নাম বদলে সাম্ভাজিনগর রাখল উদ্ধব সরকার

সামনেই আস্থা ভোট! মহারাষ্ট্রে অউরাঙ্গাবাদের নাম বদলে সাম্ভাজিনগর রাখল উদ্ধব সরকার

আস্থা ভোটের আগে নাম পরিবর্তন মহারাষ্ট্রে।(PTI Photo)  (PTI)

উদ্ধব সরকারের তরফে মহারাষ্ট্রের দুটি জায়গার নাম পরিবর্তনে সায় দেওয়া হয়। অউরাঙ্গাবাদের নাম বদলে সেখানের নাম সাম্ভাজিনগর রাখা হয়েছে। অন্যদিকে, ওসামাবাদের নাম ধারাশিব করা হয়েছে। জানা গিয়েছে, উদ্ধব মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই নাম বদলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

মহারাষ্ট্রে আস্থাভোট নিয়ে সুপ্রিম কোর্টে চলছে আইনি লড়াই। তার আগে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির নির্দেশে ৩০ জুন বেলা ১১ টা নাগাদ মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দেওয়া হয়। যে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শিবসেনা লড়ছে।

এদিকে, এরই মাঝে উদ্ধব সরকারের তরফে মহারাষ্ট্রের দুটি জায়গার নাম পরিবর্তনে সায় দেওয়া হয়। অউরাঙ্গাবাদের নাম বদলে সেখানের নাম সাম্ভাজিনগর রাখা হয়েছে। অন্যদিকে, ওসামাবাদের নাম ধারাশিব করা হয়েছে। জানা গিয়েছে, উদ্ধব মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই নাম বদলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, বহুদিন ধরে এই দুটি জায়গার নামকে ঘিরে সংবেদনশীলতার ইস্যু ছিল। এদিকে, উদ্ধবের পার্টিরই অন্যতম নেতা একনাথ শিণ্ডে উদ্ধবের তরফ থেকে মুখ ফিরিয়ে নিতেই রাতারাতি এই দুটি এলাকার নাম বদল হয়ে যায় নির্দেশিত আস্থা ভোটের আগে। সামনেই বিয়ে! হানিমুনে ব্যাঙ্কক যেতে চাইলে IRCTC-র এই সস্তার প্যাকেজটি দেখে নিন

উল্লেখ্য, মারাঠা ভূমে সরকার গঠনের সময় পুরনো জোটের বিজেপির সঙ্গ ছেড়ে শিবসেনা হাত ধরে এনসিপির। গঠিত হয় মহা বিকাশ আঘাড়ি জোট। তার কয়েক বছর বাদেই সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন শিবসেনার নেতা একনাথ শিণ্ডে ও তাঁর সমর্থকরা। বলা হচ্ছে, মহারাষ্ট্রের ৪০ এর বেশি বিধায়ক এখন একনাথ শিণ্ডের ক্যাম্পে। এই জায়গা থেকেই বিজেপি রাজ্যপালের দ্বারস্থ হয়ে আস্থা ভোটের দাবি করে। সেই নিরিখে আসে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির বার্তা।

বন্ধ করুন