বাংলা নিউজ > ঘরে বাইরে > UGC-NET 2023 পরীক্ষার আবেদনপত্র জমা শুরু হয়ে গেল, কীভাবে করবেন অনলাইনে আবেদন?

UGC-NET 2023 পরীক্ষার আবেদনপত্র জমা শুরু হয়ে গেল, কীভাবে করবেন অনলাইনে আবেদন?

UGC-NET 2023 পরীক্ষার আবেদনপত্র জমা শুরু হয়ে গেল। প্রতীকী ছবি

এদিন থেকে পরীক্ষার্থীরা ইউজিসি এনইটি পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। পরীক্ষার প্রস্তুতিও চলছে পুরোদমে। উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে চলেছেন মেধাবী পড়ুয়ারা।

NET পরীক্ষার সূচি ঘোষণা করা হল। এর সঙ্গে আবেদনপত্র গ্রহণের কাজও শুরু হয়ে গেল। ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে সহকারি অধ্যাপক নিয়োগের পরীক্ষা পরিচালিত হবে। এই পরীক্ষার মাধ্যমে সহকারি অধ্যাপক ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের যোগ্যতা নির্ধারণ করা হয়। জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ এই পরীক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। বৃহস্পতিবার থেকেই এনইটি পরীক্ষার জন্য় অনলাইনে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আর পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত।

এই এনইটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য় নির্দিষ্ট যোগ্যতামান তাকে পেরোতে হবে। এক্ষেত্রে সাধারণ পড়ুয়াদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর পেলে উত্তীর্ণ হবেন। তফশিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও অন্যান্য পিছিয়ে থাকা পরীক্ষার্থীদের জন্য ৩৫ শতাংশ নম্বর পেলেই হবে। এক্ষেত্রে নম্বরের কিছু ছাড় রয়েছে তাদের জন্য।

এবার দেখে নেওয়া যাক কোথায় এই পরীক্ষা ও আবেদনপত্র সংক্রান্ত বিষয়গুলি দেখা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট ugcnet.nta.nic.in -এ গিয়ে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য় পাওয়া যাবে। এবার দেখে নিন কীভাবে এই আবেদনপত্র পূরণ করবেন?

১) প্রথমে আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে।

২) যেখানে UGC NET 2023 এর জন্য আবেদন করার কথা নির্দেশ করা হয়েছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। এরপর যে নির্দেশগুলি থাকবে সেগুলি ক্রমাণ্বয়ে পূরণ করতে হবে।

৩) প্রথমে আবেদনকারীকে নির্দিষ্ট জায়গায় গিয়ে নিজের নামটি সঠিকভাবে পূরণ করতে হবে।

৪) এরপর নিজের ক্রেডেনশিয়াল ব্য়বহার করে লগ ইন করে ধাপে ধাপে আবেদনপত্র পূরণ করতে হবে।

৫) আবেদনপত্র পূরণ করার সঙ্গেই নির্দিষ্ট কিছু নথি দিতে হবে। এক্ষেত্রে নথিগুলিকে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে।

৬) এরপর আবেদনপত্রের জন্য় নির্দিষ্ট ফিজ দিতে হবে।

৭) সেই আবেদনপত্র পূরণ করার পরে, আবেদনপত্রের ফিজ জমা দেওয়ার পরে তা সাবমিট করা যাবে। তবে ঠিকানা সহ অন্যান্য বিবরণ যথাযথ রয়েছে কি না তা আরও একবার পরখ করে নেওয়াটা জরুরী। এরপরই আবেদনপত্র সাবমিট করতে পারেন। তবে আবেদনপত্র জমা দেওয়ার পরে একটি প্রিন্ট আউট বের করে রাখতে পারেন।

এদিকে এদিন থেকে পরীক্ষার্থীরা ইউজিসি এনইটি পরীক্ষার জন্য আবেদনপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। পরীক্ষার প্রস্তুতিও চলছে পুরোদমে। উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে চলেছেন মেধাবী পড়ুয়ারা।

 

পরবর্তী খবর

Latest News

আজ হাওড়া-গয়া বন্দে ভারতের সূচনা! কোন স্টেশনে কখন দাঁড়াবে? রইল পুরো টাইমটেবিল ‘টালার সুস্থ ওসিকে ভরতি নেয়নি কেন? হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনের নিদান দেন মমতা প্রথম বন্দে মেট্রো চালু সোমে! কোন রুটে? লোকাল ট্রেনের মতো টিকিট, স্পিড ১১০ কিমি! ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ? ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.