বাংলা নিউজ > ঘরে বাইরে > Madhya Pradesh Assembly election 2023: মধ্যপ্রদেশে দলের 'স্টার' প্রচারকদের তালিকায় নেই, হিমালয়ে রওনা উমা ভারতীর,অভিমান?

Madhya Pradesh Assembly election 2023: মধ্যপ্রদেশে দলের 'স্টার' প্রচারকদের তালিকায় নেই, হিমালয়ে রওনা উমা ভারতীর,অভিমান?

উমা ভারতী (টুইটার)

গত ৫ বছর ধরেই রাজনীতির মূল স্রোতে নেই তিনি। ২০১৮ নির্বাচনেও স্টার প্রচারকদের তালিকায় ছিলেন উমা ভারতী। কিন্তু এবার তাঁকে সেই তালিকায় রাখেনি দল।

দু'দশক আগেও মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে তিনি নেতৃত্বদায়ী ভূমিকায় ছিলেন। রাজ্যে বিজেপির জয়ে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারী। কিন্তু দু'দশক পর ছবিটা বদল গিয়েছে। বিধানসভা নির্বাচনের আর সপ্তাহ খানেক বাকি। দলের তরফে 'স্টার' প্রচারকদের ৪০ জনের তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় নেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী।

গত ৫ বছর ধরেই রাজনীতির মূল স্রোতে নেই তিনি। ২০১৮ নির্বাচনেও স্টার প্রচারকদের তালিকায় ছিলেন উমা ভারতী। কিন্তু এবার তাঁকে সেই তালিকায় রাখেনি দল।

তিনি হিমালয়ের যাওয়ার কথা ঘোষণা করেছেন। এক্সে (সাবেক টুইটার) সেই বার্তা জানিয়েছেন তিনি। তবে কি অভিমানে হিমালয়মুখী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? উমা ভারতী অবশ্য নিজে জানিয়েছেন,'রামরাজার সরকার' যাতে ক্ষমতায় আসে তাই তিনি হিমালয়ে গিয়ে প্রার্থণা করবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, 'প্রথমে আমি আমার জন্মস্থান টিকমগড় জেলায় দুন্ডায় যাব। সেখানে আমি কূল দেবতাকে পুজো দেব। তার পর আমি হিমালয়ের উদ্দেশে রওনা দেব। সেখানে আমি রামরাজ সরকার যাতে ক্ষমতায় আসে তার জন্য প্রার্থণা করব।'

রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি জানিয়ে নিজের দলের সরকারের বিরুদ্ধেই সরব হয়েছিলেন উমা ভারতী। তিনি শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বিজেপিকে। উমা লিখেছেন, 'আদর্শ আবগারি নীতি এনে শিবরাজজি অসাধারণ কাজ রয়েছেন। তাঁর সাড়ে তিন বছরের সময়কালে নানা জন কল্যাণমূলক কাজ করেছেন।'

তিনি আরও লিখেছেন,' মধ্যপ্রদেশে আমাদের দলের ইস্তাহার প্রকাশিত হবে। যার ভিত্তিতে দল ভোট চাইবে। আমার কঠিন পরিশ্রম করব এবং ঈশ্বরের কাছে প্রার্থণা করব যাতে আমাদের সরকার ক্ষমতায় আসে। আমার এবং জনগণের অপূর্ণ প্রত্যাশাগুলোকে পূরণ করে।'

তাঁর লেখায় অপূর্ণ প্রত্যাশার তালিকাও দিয়েছেন উমা ভারতী। তিনি লিখেছেন, ' ২০১৭ সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও কেন-বেতওয়া নদী সংযোগের কাজ এখনও শুরু হয়নি। সেই কাজ শুরু করা। গো-সংরক্ষণ এবং গো-রক্ষা নিয়ে উদ্যোগ এখনও আশানুরূপ জায়গায় পৌঁছয়নি।'

২০০৩ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন পাঁচ 'জি' প্রকল্প শুরু করেছিলেন উমা ভারতী, জল, জঙ্গল, জনোয়ার এবং জমিন। তিনি লেখেছেন, 'এই পাঁচ 'জি' প্রকল্পের কাজ এখন অসম্পূর্ণ থেকে গিয়েছে।'

২০০৩ সালে বিধানসভা নির্বাচনে ভোজশালা মন্দির বিতর্ক ভোটের ইস্যু হয়ে দাঁড়ায়। বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে, ধারের কামাল মওলা মসজিদ আসলে ভোজশালা, ভোজ রাজাদের তৈরি সরস্বতীর মন্দির। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশের প্রতি মঙ্গলবার এবং বসন্ত পঞ্চমীর দিন মসজিদের দরজা খুলে দেওয়া হয় হিন্দুদের পুজো দেবার জন্য। সেই সময় বিজেপি আশ্বাস দেয়, লন্ডনের মিউজিয়াম থেকে সরস্বতী মূর্তি ফিরিয়ে আনবে। উমা ভারতী লিখেছে, 'রাজ্য আমাদের সরকার থাকা সত্বেও লন্ডনের মিউজিয়াম থেকে দেবী মূতি মন্দিরে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।'

তিনি লিখেছেন,'মাঝে দেড় বছর ছাড়া ২০০৩ থেকে আমাদের সরকার ক্ষমতায় রয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষাপূরণ করার জন্য। আমি কিছুদিন কেদার-বদরীতে গিয়ে ভাবব আমাদের স্বপ্ন কতটা অপূর্ণ থেকে গিয়েছে। '

ঘরে বাইরে খবর

Latest News

শৈশব কেটেছে জাহ্নবীর, চেন্নাইয়ে শ্রীদেবীর কেনা প্রথম বাড়িতে রয়েছে থাকার সুযোগ মা মেনে নেয়নি প্রেমিককে, চুপিচুপি বিয়ে করেছেন অহনা-দীপঙ্কর? মুখ খুললেন মিশকা বঙ্গোপসাগর থেকে দক্ষিণপশ্চিমি বায়ুর প্রবেশ শুরু, অতিভারী বৃষ্টি আজকালের মধ্যেই ১ জন তৃতীয়, সপ্তম ৩ জন- মাধ্যমিকের মেধাতালিকায় বালুরঘাটের ৬ পড়ুুয়া, কারা কারা? বাড়িতে কুলার কোন দিকে রাখা শুভ? দুর্জয় গরমের মাঝে রইল সমৃদ্ধির বাস্তুটিপস ‘এক ফোনে দিদিভাই’ নয়া কর্মসূচি আনলেন অগ্নিমিত্রা, মেদিনীপুরে চালু হচ্ছে উদ্যোগ IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার মাধ্যমিকের প্রথম ১০-এ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬, মেধাতালিকায় কলকাতার মাত্র ১ ইরফান বেঁচে থাকলে ২০২৪ সালে কী আলোচনা হত দুজনের মধ্যে, কান্নাভেজা পোস্ট সুতপার

Latest IPL News

IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- LSG ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.