উত্তরপ্রদেশের বিজনৌরে নরেন্দ্র মোদীর জনসভা বাতিল হয়ে তা ভার্চুয়াল ব়্যালিতে রূপান্তরিত হয়। এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি শিবিরের জোট সঙ্গী আরএলডির জয়ন্ত চৌধুরী। তিনি বলেন, বিজনৌরে রোদ উঠলেও , সারা উত্তরপ্রদেশে 'বিজেপির হাওয়া খারাপ।'
উল্লেখ্য, বিজনৌরে জনসমক্ষে এসেই সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। বিজেপির ওই জনসভা নিয়ে পারদও চড়ছিল বিজনৌরে। পরে জানা যায়,খারাপ আবহাওয়ার কারণে ওই সভা বাতিল করতে হয় বিজেপিকে। শেষে এক ভার্চুয়াল সভায় বিজনৌরের জনতার সামনে বক্তব্য রাখেন মোদী। এরপরই কটাক্ষ উঠে আসে, বিরোধী শিবির আরএলডির তরফে। আরএলডির জয়ন্ত চৌধুরীর দাবি, বিজেপির হাওয়া খারাপ বলেই উত্তরপ্রদেশে মোদীর ওই সভা বাতিল করতে হয়েছে বিজেপিকে। অখিলেশের সমাজবাদী পার্টির জোটসঙ্গী আরএলডির এই নেতা জয়ন্ত বলেন,'বিজেপি দিয়েছে লাঠমার শাসন। হনুমানজির মতো আমরা সকলেই আমাদের ক্ষমতা ভুলে গিয়েছিলাম। তবে এখন ক্ষমতা দেখানোর সময় এসেছে।' উল্লেখ্য, মেরঠ ক্যান্টনমেন্টের একটি সভায় বক্তব্য রাখার সময় জয়ন্ত চৌধুরী মোদীর এই সভা প্রসঙ্গে কটাক্ষের সুরে বলেন, 'বিজেপি এর আগে বিজনৌরে আরও ভালো বিদ্যুৎ ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী আজ তাঁদের সঙ্গে দেখা করতে গেলে জবগণ প্রশ্ন করতেন। তাই হঠাৎ করেই বিজেপির আবহাওয়া খারাপ হয়।'
উল্লেখ্য, সদ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এক মন্তব্যকে পাল্টা কটাক্ষ করে জয়ন্ত বলেন, 'তারা আমাদের ঠাণ্ডা করতে চায়। তবে এখানে উত্তাপ রয়েছে। তারা জিন্নাকে নিয়ে কথা বলতে চায়, কিন্তু আমরা চাকরি আর আখের বকেয়া নিয়ে কথা বলতে রাজি।' উল্লেখ্য, এর আগে বিজেপির এক জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, তিনি অন্যান্য বিরোধী দলকে ঠাণ্ডা করে দেবেন। সেই প্রেক্ষাপটেই এই মন্তব্য করেন জয়ন্ত।