উজবেকিস্তানের আলমালাইকে এক ভয়াবহ দুর্ঘটনায় ৩ ভারতীয়ের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। জানা গিয়েছে, এক নির্মীয়মাণ এলাকায় ছাদ ভেঙে পড়ে ওই দুর্ঘটনা ঘটে যায়। এই ঘটনার জেরে শোক প্রকাশ করেছে উজবেকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস।
ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ‘আমরা ক্রমাগত স্থানীয় প্রশাসন ও নিয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগে রয়েছি। যাতে যাবতীয় সাহায্য করা যায়।’ এছাড়াও উজবেকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস এই ঘটনায় শোক প্রকাশ করেছে। তারা তাদের শোকবার্তায় জানিয়েছে, ‘মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ দূতাবাসের তরফে দেওয়া হয়েছে ৯৯৮৯৩৩৮৭৫২৪২। এই নম্বরে যোগাযোগ করলে, আহত বা মৃতদের সম্পর্কে খোঁজ নেওয়া যেতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
এদিকে, কয়েক সপ্তাহ আগে ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় শতাধিক মানুষের আহত হওয়ার খবর আসে এক বাজি কারখানা বিস্ফোরণে। সেই ঘটনাতেও মৃতের সংখ্যা ছিল একাধিক। মধ্যপ্রদেশের হরদায় কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ও ১৭৪ জনে আহত হওয়ার খবরে শোকের ছায়া নেমে আসে। সেখানে এক বাজি কারখানায় এমন ভয়াবহ কাণ্ড ঘটে। ২০০৪ সালে হারদার বৈরাগড় এলাকায় দুই একর জায়গা জুড়ে আতশবাজি তৈরির জন্য বিস্ফোরক বিক্রির ব্যবসা শুরু হয়েছিল যেখানে এখন একটি তিনতলা ভবন রয়েছে। প্রশাসনের দাবি, একে অপরের পাশে এমন চারটি কারখানা রয়েছে। তবে মাত্র তিনটির লাইসেন্স রয়েছে। বাকি একটিকে বন্ধ করা হয়েছে। সেই ঘটনায় এর মধ্যে অন্তত তিনটি গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনায় ৩ জনকে আটক করে প্রশাসন।
(বিস্তারিত আসছে)