মানুষের প্রবণতা কী জানেন? ন্যূনতম খরচ করে সর্বাধিক লাভ করা। তাতে যদি জীবনেরও ঝুঁকি নিতে হয়, সমস্যা নেই। আমাদের চারপাশেই এমন প্রচুর উদাহরণ রয়েছে। আর সেই তালিকায় নয়া সংযোজন এক স্কুটার আরোহী। দু-চাকার যানেই প্রায় ম্যাটাডোরের সমান মাল তুলেছেন তিনি। আর তাঁর বসে চালানোর কায়দাও অভিনব।
যুবকের এহেন 'প্রচেষ্টা' তেলেঙ্গানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে। তেলেঙ্গানা পুলিশ ভিডিয়োটি শেয়ার করেছে। এ বিষয়ে আমজনতাকে সতর্ক করেছেন তাঁরা।
ক্লিপটি সাগর নামের এক টুইটার ব্যবহারকারী শেয়ার করেছিলেন। ক্যাপশনে মজা করে লিখেছিলেন, 'আমার ৩২ GB ফোনের ৩১.৯ GB ডেটা।'
তেলেঙ্গানা পুলিশ সেটি রিটুইট করে। সেই সঙ্গে একটি বুদ্ধিদীপ্ত ক্যাপশনও দেয়। তারা লেখে, মোবাইল ফোন থেকে ডেটা মুছে গেলে তা পুনরুদ্ধার করা যায়। কিন্তু জীবনের ক্ষেত্রে তেমনটা হয় না।
দেখুন সেই টুইট:
সম্ভবত কোনও মালপত্র সাপ্লায়ার, বা দোকানদার এভাবে জিনিস নিয়ে যাচ্ছেন। অনেকে বলছেন, পেট্রোল-ডিজেলের দামের কারণে ম্যাটাডোর কেনা বা ভাড়া করা অনেকের কাছেই কল্পনাতীত। ফলে আমজনতা জীবনধারণের জন্য বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে।