গাড়িতে বসে রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই ট্রাফিক পুলিশের উপর রেগে আগুন হয়ে গিয়েছিলেন মহিলা। এতটাই রেগে গিয়েছিলেন যে আইনের তোয়াক্কা করা তো দূরের কথা, মানুষ হয়ে মানবিকতার খাতিরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্র্যাফিক পুলিশকেও গাড়ি চাপা দিতে গিয়েও দুইবার ভাবেননি তিনি। এই মুহূর্তে ভাইরাল পাকিস্তানি এক মহিলার ভিডিয়ো।
আসলে, সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কিছুতেই রেহাই পায় না। কখন কে নিজের অজান্তেই কুখ্যাত সেলিব্রিটি হয়ে যাবেন, ভাবতেই পারবেন না। যে কেউ নিজেদের ফোন দিয়ে অন্য কারও ভিডিয়ো রেকর্ড করে ইন্টারনেটে পোস্ট করলেই ব্যস! ভালো হোক বা খারাপও শুনতে হবেই। সেই কারণেই আজকাল ছোট-বড় প্রতিটি ঘটনাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যাতে একজন মহিলা চালককে ট্রাফিক পুলিশের সঙ্গে রীতিমত মারামারি করতে দেখা গিয়েছে। ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে ওই মহিলা যা করেছেন তা আপনাকে চমকে দেবে।
- ভাইরাল ভিডিয়োতে ঠিক কী দেখা গিয়েছে
ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা গিয়েছে, লাইসেন্স চেকিংয়ের সময় ট্রাফিক পুলিশের সঙ্গে ঝগড়া শুরু করেছিলে ওই মহিলা। তিনি জোরে চিৎকার করে বলছিলেন, তুমি যে ফালতু কথা বলছো, তা থেকে সাবধান, তুমি আমাকে এটা কিভাবে বললে... তুমি তোমার ইউনিফর্মকে সম্মান করো, তুমি বোকা... এর জবাবে দাঁড়িয়ে থাকা ওই পুলিশ বলছেন, আমি তো কিছু বলিনি। এর পরে মহিলাটি আরও খারাপ ব্যবহার শুরু করে দিয়েছিলেন। আরও একজন ট্রাফিক পুলিশও মহিলার গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন তখন। মহিলাটি তাঁকে চিৎকার করে বলেছিলেন, 'সামনে থেকে সরে যাও।' কিন্তু তিনি সরে যেতে অস্বীকার করলে মহিলাটি এতে এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি তাঁকে পিষে দিয়ে নিজের গাড়ি নিয়ে চলে গিয়েছিলেন। চোখের সামনে ঘটনাটি দেখে বিশ্বাস করতে পারছিলেন ওই পুলিশ।
- নেটিজেনদের প্রতিক্রিয়া
এই ভিডিয়োটি এক্স ব্যবহারকারী @gharkekalesh এর প্রোফাইল দ্বারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যা ইন্টারনেটে খুব দ্রুত ভাইরালও হচ্ছে। মর্মান্তিক ভিডিয়োটিতে অনেক ব্যবহারকারীরা নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, মহিলাকে প্রচুর পরিমাণে ট্রোলও করছেন তাঁরা। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং লিখেছেন, 'পাকিস্তানে আইনশৃঙ্খলা একটি রসিকতা'। অন্য একজন লিখেছেন যে 'ওই মহিলাকে ১০ বছরের জেল দেওয়া উচিত।'