বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video: রাগের মাথায় পুলিশকেই গাড়ি চাপা দিতে গেলেন! পাকিস্তানি মহিলার কাণ্ড দেখে হতভম্ব সকলেই

Viral Video: রাগের মাথায় পুলিশকেই গাড়ি চাপা দিতে গেলেন! পাকিস্তানি মহিলার কাণ্ড দেখে হতভম্ব সকলেই

পাকিস্তান মহিলার ভাইরাল কাণ্ড। (@gharkekalesh/ X)

Viral Video: পাকিস্তানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিয়োতে একজন মহিলার রাগের উদাহরণ দেখে রীতিমত হতভম্ব নেটিজেনরা।

গাড়িতে বসে রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই ট্রাফিক পুলিশের উপর রেগে আগুন হয়ে গিয়েছিলেন মহিলা। এতটাই রেগে গিয়েছিলেন যে আইনের তোয়াক্কা করা তো দূরের কথা, মানুষ হয়ে মানবিকতার খাতিরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্র্যাফিক পুলিশকেও গাড়ি চাপা দিতে গিয়েও দুইবার ভাবেননি তিনি। এই মুহূর্তে ভাইরাল পাকিস্তানি এক মহিলার ভিডিয়ো।

আসলে, সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কিছুতেই রেহাই পায় না। কখন কে নিজের অজান্তেই কুখ্যাত সেলিব্রিটি হয়ে যাবেন, ভাবতেই পারবেন না। যে কেউ নিজেদের ফোন দিয়ে অন্য কারও ভিডিয়ো রেকর্ড করে ইন্টারনেটে পোস্ট করলেই ব্যস! ভালো হোক বা খারাপও শুনতে হবেই। সেই কারণেই আজকাল ছোট-বড় প্রতিটি ঘটনাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যাতে একজন মহিলা চালককে ট্রাফিক পুলিশের সঙ্গে রীতিমত মারামারি করতে দেখা গিয়েছে। ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে ওই মহিলা যা করেছেন তা আপনাকে চমকে দেবে।

  • ভাইরাল ভিডিয়োতে ঠিক কী দেখা গিয়েছে

ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা গিয়েছে, লাইসেন্স চেকিংয়ের সময় ট্রাফিক পুলিশের সঙ্গে ঝগড়া শুরু করেছিলে ওই মহিলা। তিনি জোরে চিৎকার করে বলছিলেন, তুমি যে ফালতু কথা বলছো, তা থেকে সাবধান, তুমি আমাকে এটা কিভাবে বললে... তুমি তোমার ইউনিফর্মকে সম্মান করো, তুমি বোকা... এর জবাবে দাঁড়িয়ে থাকা ওই পুলিশ বলছেন, আমি তো কিছু বলিনি। এর পরে মহিলাটি আরও খারাপ ব্যবহার শুরু করে দিয়েছিলেন। আরও একজন ট্রাফিক পুলিশও মহিলার গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন তখন। মহিলাটি তাঁকে চিৎকার করে বলেছিলেন, 'সামনে থেকে সরে যাও।' কিন্তু তিনি সরে যেতে অস্বীকার করলে মহিলাটি এতে এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি তাঁকে পিষে দিয়ে নিজের গাড়ি নিয়ে চলে গিয়েছিলেন। চোখের সামনে ঘটনাটি দেখে বিশ্বাস করতে পারছিলেন ওই পুলিশ।

  • নেটিজেনদের প্রতিক্রিয়া

এই ভিডিয়োটি এক্স ব্যবহারকারী @gharkekalesh এর প্রোফাইল দ্বারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যা ইন্টারনেটে খুব দ্রুত ভাইরালও হচ্ছে। মর্মান্তিক ভিডিয়োটিতে অনেক ব্যবহারকারীরা নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, মহিলাকে প্রচুর পরিমাণে ট্রোলও করছেন তাঁরা। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং লিখেছেন, 'পাকিস্তানে আইনশৃঙ্খলা একটি রসিকতা'। অন্য একজন লিখেছেন যে 'ওই মহিলাকে ১০ বছরের জেল দেওয়া উচিত।'

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.