সিলিকন ভ্যালি ব্যাঙ্কে(SVB) ধস। মার্কিন মুলুকের নব্যযুগের কাণ্ডারি মনে করা হত এই ব্যাঙ্ককে। সেদেশের তাবড় প্রযুক্তি সংস্থা, নতুন ব্যবসার প্রাথমিক তহবিল জুগিয়েছে এই ব্যাঙ্ক। কিন্তু সেখানেই এখন হাঁড়ির হাল। এমন পরিস্থিতিতে মার্কিনীদের মনে একটাই প্রশ্ন। বিনিয়োগকারী, আমানতদের টাকা কীভাবে ফেরত দেবে SVB? তবে কি করদাতার টাকায় পরিস্থিতি সামলানো হবে?
এর উত্তর এক কথায় 'না'। রবিবার এক মার্কিন ট্রেজারি কর্তা জানান, তারা আমানতকারীদের টাকা সম্পূর্ণভাবে ফিরিয়ে দেবে। তবে তা করদাতাদের টাকায় নয়। ওয়াল স্ট্রিট এবং অন্য আর্থিক প্রতিষ্ঠানের টাকা ব্যবহার করেই আমানতকারীদের পাওনা মিটিয়ে দেওয়া হবে। তাই এই নিয়ে 'ভয়' নেই। খোজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই সেই আশ্বাস দিয়েছেন। আরও পড়ুন: Explainer: ভয়ানক সঙ্কটে মার্কিন মুলুকের Silicon Valley Bank! দুরাবস্থার কারণ কী?
আমানত বিমার তহবিলকেই(DIF) কাজে লাগাবে SVB। আসলে বেশিরভাগ বড় ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানেই আমানতের উপর বিমা বা 'ডিপোজিট ইনস্যুওরেন্স' আরোপিত হয়। সেই তহবিল থেকেই টাকা মিটিয়ে দেওয়া যাবে বলে জানিয়েছেন এক শীর্ষ আধিকারিক।
SVB-এর এই আমানত বিমার তহবিল প্রতি ত্রৈমাসিকে প্রাপ্ত ফি থেকে গড়ে তোলা হয়। পাশাপাশি তহবিলে সরকারি বন্ড থেকে প্রাপ্ত সুদ কাজে লাগানো হয়।
ডিপোজিট ইনস্যুওরেন্স ফান্ডে বর্তমানে ১০০ বিলিয়ন মার্কিন ডলার আছে বলে জানিয়েছেন এক ট্রেজারি কর্তা। আর সেই টাকা দিয়েই SVB-র আমানতকারীদের পাওনা মিটিয়ে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি ফেডারেল রিজার্ভ একটি নতুন ব্যাঙ্ক টার্ম ফান্ডিং প্রোগ্রামের(BTFP) ঘোষণা করেছে। এর লক্ষ্য হল, SVB কাণ্ডের মাঝে বাজারের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করা। এর জন্য যাতে অন্য প্রতিষ্ঠানগুলি প্রভাবিত না হয়, তা সুনিশ্চিত করতে চাইছে ফেড।
ফেডের নতুন ব্যবস্থায় ব্যাঙ্ক, সঞ্চয় সমিতি, ক্রেডিট ইউনিয়ন এবং অন্যান্য প্রতিষ্ঠানকে এক বছর পর্যন্ত ঋণ প্রদান করা হবে। যারা এই সুবিধার সুবিধা নেবে তাদের ট্রেজারি, এজেন্সি ঋণ এবং বন্ধককৃত সিকিউরিটিজের মতো চড়া দামের জামানত বন্ধক রাখতে হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয়তে এক বিশেষজ্ঞ লিখেছেন, 'ডিআইএফ ডিপোজিট রেসকিউ প্ল্যান এবং বিএফটিপি এই দু'টির মাধ্যমে SVB-কে সঙ্কট থেকে বের করে আনতে চাইছেন ফেড কর্তারা।'
তবে বাইডেন প্রশাসনের আধিকারিকরা সেই ধারণার বিরোধী। 'ব্যাঙ্কের ইক্যুইটি এবং বন্ড হোল্ডারদের ক্ষতি হচ্ছে,' বললেন এক ট্রেজারির কর্তা। 'ওঁরা সিকিউরিটিজের মালিক হিসাবে ঝুঁকি নিয়েছিলেন। ফলে লোকসানের ভাগীদারও তাঁদের হতে হবে।'
তাহলে বাইডেন প্রশাসনের উদ্দেশ্য কী? 'সংস্থাগুলিকে বের করে আনা হচ্ছে না। বরং আমানতকারীদের রক্ষা করাটাই মূল লক্ষ্য,' জানিয়েছেন ফেড আধিকারিক। আরও পড়ুন: স্পাই চশমা, ওয়্যারেবল ডিভাইস দিয়ে আড়ি পাতা রুখবে কেন্দ্র!
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup