বাংলা নিউজ > ঘরে বাইরে > CAA বিরোধী মিছিল থেকে ফেরার পথে কোপানো হল যুবককে

CAA বিরোধী মিছিল থেকে ফেরার পথে কোপানো হল যুবককে

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী মিছিল থেকে ফেরার পথে কোপানো হল এক যুবককে (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কালাসিপাল্য পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী মিছিল থেকে ফেরার পথে এক ব্যক্তিকে কোপানোর অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। ঘটনাটি বেঙ্গালুরুর।

সংশোধিত আইন বিরোধী একটি মিছিল শেষে ভাড়া নেওয়া একটি বাইকে করে গতকাল ফিরছিলেন বরুণ বোপালা (৩১) নামে ওই যুবক। জেসি রোডের কাছে বাম্বু বাজারে তাঁকে ধাক্কা মারে একটি বাইক। রাস্তায় পড়ে যান বরুণ। তখন বাইকে করে আরও দুজন সেখানে আসে। বরুণকে একাধিকবার কোপায় তারা। পরে ঘটনাস্থল থেকে থেকে পালায় অভিযুক্তরা। খবর পেয়ে সেখানে আসে পুলিশ। বরুণকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় তারা।

অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কালাসিপাল্য পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এক তদন্তকারী পুলিশ অফিসার জানান, বরুণকে চারবার কোপানো হয়েছিল। তবে তা গুরুতর নয়। তিনি বলেন, 'হামলার কারণ জানতে তদন্ত করছি আমরা।'

পরে হাসপাতালে বরুণের সঙ্গে দেখা করেন বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য ও ডেপুটি পুলিশ কমিশনার (পশ্চিম) রমেশ বানোট।

বন্ধ করুন