এবার জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইসে ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে কর্মীদের ওপর। সংস্থার সিইও এবং এমডি পুতিন গোয়েঙ্কা সংস্থার কর্মশক্তির ১৫ শতাংশ কম করতে উদ্যোগ নিয়েছেন। এবিষয়ে প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছ সংস্থায়। জানা গিয়েছে, খরচ কমাতেই এই উদ্যোগ। জি এন্টারটেনমেন্ট এ্টারপ্রাইসের তরফে জানানো হয়েছে, সিইও পুনিত গোয়েঙ্কা এবার তুলনামূলক ছোট কলেবরের টিম নিয়ে আগামীর পথে এগোনোর কথা ভাবছেন। এদিক থেকে, সংস্থা মনে করছে, তাদের ডিজিটাল, মুভিস ও মিউজিক সেকশনই ব্যবসার কেন্দ্রস্থল।
সংস্থার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সামগ্রিক কৌশলী উদ্যোগে এমডি ও সিইও উদ্যোগ নিয়েছেন কর্মশক্তিকে আরও বেশি যৌক্তিক করার। যা ভবিষ্যতের জন্য নির্ধারিত লক্ষ্যগুলির উপর তীক্ষ্ণভাবে ফোকাস করে এমন একটি সুবিন্যস্ত দলে পৌঁছানোর জন্য সংস্থা কর্মী ছাঁটাই করবে।’ সংস্থার সাফ বার্তা, পারফরম্যান্স ও লাভ এই দুই দিকে তাকিয়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে জি। ফলে সেদিক থেকে কৌশলগতভাবে কোনদিকে এগোতে হবে, তা নিয়ে কৌশল ঠাওরাচ্ছে সংস্থা। এছাড়াও সংস্থার বিভিন্ন ক্ষেত্রে কর্মরত বহু ব্যক্তিত্বের পদোন্নতির ক্ষেত্রেও পথ প্রশস্ত করছে জি। পদোন্নতির পর ওই যোগ্য কর্মীদের আরও বেশি দায়িত্ব অর্পণের কথা ভাবছে জি। যাতে জি এন্টারটেনমেন্টের সমস্ত টিমগুলি আরও সংঘবদ্ধভাবে একসঙ্গে চলতে পারে, সেই রাস্তা প্রশস্ত করতে কৌশল তৈরি করা হচ্ছে বলেও জানানো হয়েছে। পুতিন গোয়েঙ্কা নিজে বলেছেন, ‘আমরা নিশ্চিত করব যে আমরা মূল বৃদ্ধির চালক হিসাবে কর্মক্ষমতা এবং লাভের উপর একটি তীক্ষ্ণ ফোকাস বজায় রাখব এবং বোর্ডের কাছে প্রস্তাবিত কাঠামো এই মূল চিন্তার সাথে সঙ্গতিপূর্ণ।’ সংস্থায় উৎপাদনশীলতা বাড়ানোর ওপর তিনি জোর দিয়েছেন।
এদিকে, এপ্রিলে অ্যাপ্রাইজালের মাসে আরও বেশ কিছু সংস্থা থেকে আসছে ছাঁটাইয়ের খবর। বিশ্বের তাবড় সংস্থা অ্যাপেল থেকে ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়েছে। সংস্থা গাড়ি ও স্মার্টওয়াচ ডিসপ্লে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থা বলছে, গাড়ি ও স্মার্ট ওয়াচ ডিসপ্লে সংক্রান্ত ব্যবসা বন্ধ করার জন্যই এই বিপুল সংখ্যক কর্মীকে তাঁরা ছেঁটে ফেলছেন। ক্যালিফোর্নিয়ায় অ্যাপেলের মূল কার্যালয় সান্তা ক্লারায় ৩৭১ জন কর্মী ছাঁটাই করা হয়েছে বলে জানা গিয়েছে।