6 Economic Rule Changes in February: মিলবে সুযোগ, আসবে বদল, ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এই নতুন ৬ বিষয়, একনজরে জানুন বিশদ
Updated: 01 Feb 2024, 07:33 AM IST Abhijit Chowdhury 01 Feb 2024 business, lpg price, imps, car price, nps, online banking, sovereign gold bond, গোল্ড বন্ড, ব্যবসা, বাণিজ্য, বাজেট, changes, changes from february 1, বদল, ফেব্রুয়ারি থেকে পরিবর্তন, কী কী বদলাচ্ছে ফেব্রুয়ারি থেকে, এনপিএস, ক্রেডিট কার্ড, আইএমপিএস লেনদেন, গাড়ির দাম, ব্যাঙ্ক, lpg cylinder price, gas price hike, এলপিজি সিলিন্ডারের দাম, গ্যাসের দাম বৃদ্ধিএই তো 'সেদিন' নববর্ষের উল্লাসে মেতেছিল গোটা দেশ। তবে দেখতে দেখতেই শেষ হয়ে গেল বছরের প্রথম মাস। আর ফেব্রুয়ারি শুরু হতেই দেশের একাধিক নিয়মে বদল এল। আইএমপিএস লেনদেন থেকে শুরু করে ক্রেডিট কার্ড, এনপিএস-এর মতো একাধিক বিষয়ে আজ থেকে পরিবর্তন এসেছে। একনজরে বদলগুলির বিশদ জানুন।
পরবর্তী ফটো গ্যালারি