Scholarship by WB Govt: ‘৩৬% ডিএ থেকে বঞ্চিত করে…’, সিভিক ভলান্টিয়ারদের জন্য সরকারের নয়া ঘোষণায় বিস্ফোরক শুভেন্দু
Updated: 23 Jun 2023, 02:40 PM IST Abhijit Chowdhury 23 Jun 2023 wb panchayat poll, panchayat election 2023, 6th pay commission, dearness allowance, suvendu adhikari, civic volunteer, west bengal police, পশ্চিমবঙ্গ পুলিশ, সিভিক ভলান্টিয়ার, পঞ্চায়েত নির্বাচন, ষষ্ঠ বেতন কমিশন, মহার্ঘ ভাতা, স্কলারশিপ, বৃত্তি, শুভেন্দু অধিকারীWest Bengal Govt Scolarship: পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। রক্ত ঝরতে শুরু করে দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এরই মধ্যে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সিভিক ভলান্টিয়ার বা চুক্তি ভিত্তিক কাউকে ভোটের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা যাবে না। এরই মাঝে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।
পরবর্তী ফটো গ্যালারি