Ayushman Bharat: আয়ুষ্মান ভারতের ৭.৫ লাখ সুবিধাভোগীর একটাই ফোন নম্বর - '৯৯৯৯৯৯৯৯৯৯', তোপ ওয়াইসির
Updated: 10 Aug 2023, 02:08 PM ISTআয়ুষ্মান ভারতের গায়ে লাগল দুর্নীতির দাগ। সম্প্রতি সিএজি-র একটি রিপোর্ট পেশ হয়েছিল সংসদে। আর তা নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। জানা গিয়েছে, বহু ভুয়ো রেজিস্ট্রেশন হয়েছে এই প্রকল্পে।
পরবর্তী ফটো গ্যালারি