অর্ধেক বলিউড এখন লন্ডনে। ছুটির মেজাজে তারকারা। করিশ্মার লন্ডন ডায়েরি থেকে ছবি-
1/4বর্তমানে লন্ডনে রয়েছেন অভিনেত্রী করিশ্মা কাপুর। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন তিনি। বন্ধুদের সঙ্গে পার্টি, টেনিস ম্যাচ দেখতে মাঠেও পা রেখেছেন নায়িকা। তাঁর ছবিতে অমৃতা অরোরা এবং তার স্বামী শাকিল লাদাখও রয়েছে। (ছবি ইনস্টাগ্রাম)
2/4করিশ্মা সম্প্রতি লন্ডনের কভেন্ট গার্ডেনে উইম্বলডন ২০২২-এর ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন। বিশাল স্ক্রিনে টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচকে দেখা যাচ্ছে, সেই ছবিও নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন তিনি।
3/4লন্ডনে জমিয়ে পার্টি করেছেন তাঁরা। অমৃতা একটি ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। করিশ্মা, শাকিল, ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর একটি রেস্তোরাঁয় ছবির জন্য পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘চিরকাল’।
4/4দিন কয়েক আগেই বলিউডের লেডি গ্যাংকে লন্ডনে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে লন্ডনে। করিনা, করিশ্মা, অমৃতা অরোরা এবং নাতাশা পুনাওয়ালাকে একফ্রেমে দেখা মিলেছে।