Adani on SEBI Application to SC: 'SEBI আমাদের ভুল খুঁজে পায়নি', সুপ্রিম আবেদনকে হাতিয়ার করে দাবি আদানির
Updated: 30 Apr 2023, 03:59 PM ISTআদানিকাণ্ডের তদন্তের জন্য শনিবারই সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ মাস চেয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এরই মধ্যে শনিবার রাতে একটি বিবৃতি প্রকাশ করে আদানি গোষ্ঠীর তরফে দাবি করা হল, সুপ্রিম কোর্টে সেবি যে আবেদন ফাইল করেছে, তাতে এমন কিছুই বলা হয়নি যে আদানি গোষ্ঠী কোনও ভুল করেছে।
পরবর্তী ফটো গ্যালারি