Aditya L1 Detailed Update: ৯.২ লাখ কিমি পথ অতিক্রান্ত, আর কত দূরে আদিত্যর 'অফিস'? সেখানে করতে হবে কী?
Updated: 01 Oct 2023, 03:23 PM ISTপৃথিবীর 'প্রভাব' কাটিয়ে সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এর দিকে ছুটে চলেছে ইসরোর সৌরযান আদিত্য এল১। পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে এই বিন্দু। এদিকে ইতিমধ্যেই পৃথিবী থেকে ৯.২ লাখ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে ফেলেছে আদিত্য।
পরবর্তী ফটো গ্যালারি