বাংলা নিউজ > ছবিঘর > Aditya L1 Next Maneuver Update: 'অফিসে' যাওয়ার আগে 'বাড়ির' চক্কর কাটছে আদিত্য, এই সপ্তাহে ফের দিতে হবে পরীক্ষা

Aditya L1 Next Maneuver Update: 'অফিসে' যাওয়ার আগে 'বাড়ির' চক্কর কাটছে আদিত্য, এই সপ্তাহে ফের দিতে হবে পরীক্ষা

সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১ হতে চলেছে আদিত্য এল১-এর অফিস। পাঁচবছর সেখান থেকেই কাজ করবে সে। তবে তার আগে ধীরে ধীরে পৃথিবীর মায়া কাটাতে ব্যস্ত সে। পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে ধাপে ধাপে কক্ষপথ বদলে দূরত্ব তৈরি করছে আদিত্য। এই আবহে বৃহস্পতি রাতে ফের পরীক্ষায় বসবে সে।