চোখে-মুখে 'বেবি গ্লো'! আলিয়ার ছবি দেখে এমনটাই বলছেন নেটিজেনরা।
1/10চোখে-মুখে মাতৃত্বের আভা। তাঁর গ্লো যেন ফেটে পড়ছে। হবু মা আলিয়ার প্রেগন্যান্সি ফ্যাশন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনও বরের ওয়্যারড্রবে হানা দিচ্ছেন, কখনও আবার ডিজাইনার পোশাকে তাক লাগাচ্ছেন। (ছবি-ইনস্টাগ্রাম)
2/10 আলিয়া ভাট যে করিনার ভক্ত সে কথা কারুর অজানা নয়। আর মাতৃত্বের মামলাতেও ননদকেই আদর্শ করেছেন আলিয়া। নায়িকার প্রেগন্যান্ট হওয়া মানে ঘরে বসে থাকা নয়, চুটিয়ে কাজ করা- করিনার দেখানো পথেই হাঁটছেন আলিয়া। আপতত নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘ডার্লিংস’-এর প্রচারে ব্যস্ত আলিয়া। সম্প্রতি কালো রঙা ভি-নেকলাইনের আনারকলিতে ছবির প্রমোশ্যানাল ইভেন্টে লেন্সবন্দি হয়েছেন আলিয়া।
3/10আলিয়ার প্রেগন্যান্সি ফ্যাশনের হাইলাইট হল কমফর্ট। আরামের দিকটা খুব খেয়াল রাখছেন রণবীর ঘরণী। পাশাপাশি বেশিরভাগ সময়ই ঢিলেঢালা পোশাকে লেন্সবন্দি হচ্ছেন, বেবি বাম্প দেখাতে আগ্রহী নন আলিয়া।
4/10কালো আনারকলি জুড়ে জরি আর কাঁচের কাজ করা করা। আনারকলির সঙ্গে স্ট্রেট প্যান্ট এবং ম্যাচিং দুপাট্টায় পাওয়া গেল আলিয়াকে।
5/10এই পোশাকের সঙ্গে সিলভার জুয়েলারিতে সাজলেন আলিয়া। কানে ঝুমকো, খালি গলা। খোলা চুল আর ঠোঁটে হালকা লিপস্টিক আর কপালে ছোট্ট টিপ- আলিয়া পুরোপুরি রেডি শটের জন্য।
6/10আলিয়ার এই সাবেকি লুকের তারিফ না করে কী থাকা যায়!
8/10lতবে শুধু সাবেকি পোশাকই বাছছেন আলিয়া, তেমনটা নয়। কয়েকদিন আগেই ‘গঙ্গুবাই’ সাদা শার্ট আর ডেনিম সেজে সামনে এসেছিলেন।
9/10বিয়ের মাস দু'য়েকের মধ্যেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। জুন মাসে স্বামী রণবীরের সঙ্গে নেটমাধ্যমে ছবি পোস্ট করে নিজের মা হওয়ার খবর জানিয়েছেন বলি সুন্দরী।
10/10‘ডার্লিংস’ ছবি দিয়েই প্রযোজক হিসেবে ডেবিউ করতে প্রস্তুত আলিয়া। OTT প্ল্যাটফর্ম Netflix-এ আগামী ৫ অগস্ট মুক্তি পাবে। ছবিতে মা-মেয়ের ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট এবং শেফালি শাহ। পরিচালক জসমিত কে রীনের পরিচালনায় তৈরি এই ছবি পুরোদস্তুর ডার্ক কমেডি।