Amit Shah on CAA in WB: এনআরসি-র আগে ফিরিয়ে নেওয়া হবে সিএএ-র? জানালেন শাহ, 'বাংলায় বিজেপি আসছে', হুঁশিয়ারি মমতাকে
Updated: 14 Mar 2024, 10:58 AM ISTআইনে পরিণত হওয়ার দীর্ঘ ৪ বছর ৩ মাস পর অবশেষে দেশে কার্যকর হয়েছে সিএএ। তবে এই আইন নিয়ে এখনও মানুষের মধ্যে রয়েছে সংশয়। আবার অনেকেই এই আইন নিয়ে উৎফুল্ল। তবে এই সবের মাঝেই এই আইনকে কেন্দ্র করে চলছে জোর রাজনৈতিক তরজা। এই আবহে এবার সরাসরি মমতাকে বার্তা দিলেন অমিত শাহ।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ সিএএ নিয়ে নিজের এবং সরকারের অবস্থান স্পষ্ট করে দেন। এরই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান তিনি। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হতে দেবেন না। তাঁর অভিযোগ, সিএএ-র মাধ্যমে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। সঙ্গে এনআরসি নিয়েও বড় দাবি করেছেন মমতা।
(Tharun Vinny) পরবর্তী ফটো গ্যালারি