APAAR Card for School Students: এবার আসছে 'APAAR', ইস্যু হবে স্কুল পড়ুয়াদের নামে, কী হবে এই নয়া কার্ডে?
Updated: 16 Oct 2023, 06:45 AM ISTএবার আধারের মতো 'আপার' কার্ড ইস্যু করার নির্দেশ দিল কেন্দ্র। এই নির্দিষ্ট কার্ডটি স্কুল পড়ুয়াদের জন্য ইস্যু করা হবে। জাতীয় শিক্ষা নীতির অধীনে এই পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল পড়ুয়াদের জন্য 'এক দেশ, এক আইডি' তৈরি করতে এই কার্ড দেওয়া হবে। পড়ুয়াদের শিক্ষা জীবনের গ্রাফ নথিভুক্ত থাকবে এতে।
পরবর্তী ফটো গ্যালারি