Article 370 Case in Supreme Court: ভারতের সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি আনুগত্য দেখাতে হবে ৩৭০ ধারার মামলাকারীদের : SC
Updated: 05 Sep 2023, 10:47 AM ISTজম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা প্রত্যাহারের বিরোধিতায় করা আবেদনগুলির প্রেক্ষিতে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলার আবেদনকারীদের উদ্দেশে এবার এবার কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের।
পরবর্তী ফটো গ্যালারি