Article 370 abrogation: কাশ্মীরের সার্বভৌম্য়ের নিদর্শন নয়, ৩৭০ ধারা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অসম করে তুলেছিল- SC
Updated: 11 Dec 2023, 12:31 PM ISTসংবিধানের ৩৭০ ধারা মোটেও জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্বের নির্দশন নয়। বরং ৩৭০ ধারা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অসম করে তুলেছিল। এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ কী কী বলেছে, তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি