AUV Made in Kolkata: দেশে এই প্রথম, কলকাতায় তৈরি হল এই জলচর 'ড্রোন', কিনবে নৌবাহিনী
Updated: 30 Jul 2023, 02:29 PM ISTঅটোমেটিক জলচর যান তৈরি করল কলকাতার 'গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং'। দেশে এই প্রথম এই ধরনের কোনও যন্ত্র তৈরি হয়েছে। জানা গিয়েছে, এই সাবমেরিন ড্রোনটি জলের তলায় পুঁতে রাখা মাইন শনাক্ত করতে কাজে লাগবে। ট্রায়াল সফল হলে ভারতীয় নৌবাহিনী এই যন্ত্রটি কিনবে।
পরবর্তী ফটো গ্যালারি