Hasina Sent 600 Kg Mangoes to Mamata: মমতাকে বাংলাদেশ থেকে ৬০০ কেজি হিমসাগর-ল্যাংড়া পাঠালেন হাসিনা, এত আমের কী হবে?
Updated: 13 Jun 2023, 11:24 AM ISTপ্রতিবছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, হিমসাগর এবং ল্যাংড়া প্রজাতির মোট ৬০০ কেজি আম মমতাকে পাঠিয়েছেন হাসিনা। গতকালই সীমান্ত পার করে সেই আম এসে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে।
পরবর্তী ফটো গ্যালারি