Bank Holiday in Kolkata and WB: মহাশিবরাত্রির দিনে ছুটি দেশের বহু জায়গায়, তাহলে আজ কি বাংলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক?
Updated: 08 Mar 2024, 08:31 AM IST bank holidays, bank holiday in kolkata, bank holiday in west bengal, maha shivratri, maha shivratri bank holiday, ব্যাঙ্ক ছুটি, শিবরাত্রিতে কি ব্যাঙ্ক ছুটি, কলকাতায় ব্যাঙ্ক ছুটি, পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ Abhijit Chowdhury 08 Mar 2024আজ দেশের অনেক জায়গায় শিবরাত্রি পালন করা হবে। এই আবহে আজকে ছুটি থাকছে ব্যাঙ্ক। এরপর আগামিকাল, ৯ মার্চ আবার মাসের দ্বিতীয় শনিবার। তাই সেদিনও ব্যাঙ্ক ছুটি। তাই লম্বা উইকেন্ড পাওয়া যাবে। তবে কলকাতা এবং পশ্চিমবঙ্গে কি আজ ব্যাঙ্ক ছুটি? জেনে নিন বিস্তারিত।
পরবর্তী ফটো গ্যালারি