DA Protestor Attacks WB Govt: 'ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে সরকার', হকের ডিএ না পেয়ে বিস্ফোরক সরকারি কর্মী
Updated: 04 Mar 2023, 09:52 AM IST Abhijit Chowdhury 04 Mar 2023 bhaskar ghosh, sangrami joutho moncho, dearness allowance, 6th pay commission, da protest, firhad haikm, ফিরহাদ হাকিম, সংগ্রামী যৌথ মঞ্চ, মহার্ঘ ভাতা, ডিএ আন্দোলন, বকেয়া ডিএ, ভাস্কর ঘোষকয়েকদিন আগেই ডিএ আন্দোলন নিয়ে সরকারি কর্মীদের আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবার তাঁর জবাব দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্করবাবুর কথায়, ফিরহাদ নিজে কিছু বলছেন না, তাঁকে দিয়ে বলানো হচ্ছে। ফিরহাদের মন্তব্য নিয়ে এই বিস্ফোরক দাবি করলেও 'কে' ফিরহাদকে দিয়ে এসব বলাচ্ছে, 'তাঁর' নাম নিলেন না ভাস্করবাবু।
পরবর্তী ফটো গ্যালারি