কয়েকদিন আগেই ডিএ আন্দোলন নিয়ে সরকারি কর্মীদের আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবার তাঁর জবাব দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্করবাবুর কথায়, ফিরহাদ নিজে কিছু বলছেন না, তাঁকে দিয়ে বলানো হচ্ছে। ফিরহাদের মন্তব্য নিয়ে এই বিস্ফোরক দাবি করলেও 'কে' ফিরহাদকে দিয়ে এসব বলাচ্ছে, 'তাঁর' নাম নিলেন না ভাস্করবাবু।
1/5সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'সরকারি কর্মীরা রাজ্যের দফতরে দফতরে কাজ করেন। তাঁরা সরকারকে সবরকম সহযোগিতা করছেন। অথচ তাঁদেরই প্রাপ্য মেটানো হচ্ছে না। এই সরকারটার রাজ্যে ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। এই সরকারেরই মন্ত্রী ববি হাকিম ডিএ আন্দোলনকারীদের আক্রমণ করছেন। আসলে ববি হাকিম বিভ্রান্ত।' (Utpal Sarkar)
2/5ভাস্করবাবু আরও বলেন, 'ফিরহাদ হাকিম সরকারি কর্মীদের ক্রমাগত আক্রমণ করে চলেছেন। আগে বলেছিলেন, দেশ ছেড়ে চলে যেতে। এখন বলছেন অন্য রাজ্যে যেতে, কেন্দ্রের চাকরি করতে। আমরা মনে করি, এই সরকারটারই চলে যাওয়া উচিত ভিন রাজ্যে। কারণ এরা সরকারি কর্মীদেরই অধিকার থেকে বঞ্চিত করছে। ফিরহাদ হাকিম নিজে থেকে কিছু বলছেন না। তাঁকে বলানো হচ্ছে। সরকারি কর্মীদের আন্দোলনে ভয় পেয়েছে এই সরকার। তাই বারবার আক্রমণ করা হচ্ছে।' (Utpal Sarkar)
3/5উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার মাঝেই গত ২৮ ফেব্রুয়ারি দুই ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পেন-ডাউন রাখেন সরকারি কর্মীদের একাংশ। এই আবহে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন ফিরহাদ। মঙ্গলবার বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, 'ডিএ নিয়ে এখন অনেক কথা হচ্ছে। মানুষের কাছে কোনটা অগ্রাধিকার হওয়া উচিত? যারা অবহেলিত এবং বঞ্চিত, তাদের মুখে ভাত তুলে দেওয়া? নাকি যারা অনেক পাচ্ছে তাদের আরও বেশি পাইয়ে দেওয়া?' (Utpal Sarkar)
4/5সেদিন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ডিএ আন্দোলকারীদের উদ্দেশে আরও বলেছিলেন, 'যারা অনেক পায়, তাদের আরও পাইয়ে দেওয়া আমার কাছে পাপ বলে মনে হয়। আমি বলছি, না পোষায় ছেড়ে দিন না। কেন্দ্রীয় সরকার যখন অনেক টাকা দিচ্ছে, সেখানে গিয়ে কাজে যোগ দিন। আমি কোনও বহুজাতিক সংস্থার ক্লার্ক নই। বহুজাতিক সংস্থার কোনও বাবু নই, আধিকারিক নই। ট্যাক্সের টাকা দিয়ে আমার মাইনে হয়, আমি মানুষের সেবা করি। সেই ব্রতটা সবার আগে দরকার।' (Utpal Sarkar)
5/5এদিকে ৫ মার্চ, রবিবার, ময়দান এলাকায় বিক্ষোভ প্রদর্শন কররা ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। সেই সঙ্গে আন্দোলনরত কর্মপ্রার্থী এবং বিভিন্ন ছাত্র-যুব সংগঠনকেও আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ। এই আবহে সেদিন ময়দানে বড় জমায়েত করা হবে বলে দাবি আন্দোলনকারীদের। (Utpal Sarkar)