কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে, গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ২৬.৫% বেশি আয় হয়েছে। আর সেই কারণেই শেয়ারহোল্ডারদের উপহার দেবে ক্রিসিল।
1/6একের পর এক সংস্থার ত্রৈমাসিকের ফলাফল বের হচ্ছে। লাভের ভিত্তিতে ডিভিডেন্ডেরও ঘোষণা করছে বহু সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/6ক্রিসিল লিমিটেডের শেয়ার, চলতি বছর ১৪.০৫% রিটার্ন দিয়েছে। এটি একটি আর্থিক খাতের শেয়ার। ফাইল ছবি: ক্রিসিল লিমিটেড (Reuters)
3/6সম্প্রতি ক্রিসিলের ত্রৈমাসিক ফলাফল চমকে দিয়েছে বিনিয়োগকারীদের। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে মুনাফার ভিত্তিতে, CRISIL শেয়ারহোল্ডারদের ৮০০% ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। (ছবি সৌজন্য পিটিআই) (Reuters)
4/6এমন কী মুনাফা হয়েছে? কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে, গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ২৬.৫% বেশি আয় হয়েছে। ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থা ৬৬৮.৫ কোটি টাকা মুনাফা করেছে। ফাইল ছবি: পিটিআই (Reuters)
5/6গত বছরের এই ত্রৈমাসিকের তুলনায় এই বছরে, কর-পরবর্তী মুনাফা ৩৫.৪% বেড়ে ১৩৬.৯ কোটি টাকা হয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
6/6CRISIL জানিয়েছে, 'কোম্পানির পরিচালনা পর্ষদ ১ টাকার অভিহিত মূল্যের উপর ৮ টাকা ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ অগস্টে তা পেয়ে যাবেন শেয়ারহোল্ডাররা। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)