বাংলা নিউজ > ছবিঘর > BIM Solutions Expansion: বিদেশে বাড়ছে ব্যবসা, তাই বাংলায় ১ লাখ বর্গফুট সম্প্রসারণ তথ্যপ্রযুক্তি সংস্থার, বাড়বে নিয়োগ

BIM Solutions Expansion: বিদেশে বাড়ছে ব্যবসা, তাই বাংলায় ১ লাখ বর্গফুট সম্প্রসারণ তথ্যপ্রযুক্তি সংস্থার, বাড়বে নিয়োগ

জন্ম ভারতে। তবে এখন টেক্সাস ভিত্তিক সংস্থায় পরিণত হয়েছে। বিশ্ব জুড়ে ব্যবসা বাড়ছে। এই আবহে এবার ভারতে নিজেদের সদর দফতর সম্প্রসারণের পথে হাঁটল পিন্যাকেল ইনফোটেক। দুর্গাপুরে তাদের অফিসের সম্প্রসারণ ঘটেছে। এদিকে দুর্গাপুরে সংস্থার কর্মী সংখ্যাও বাড়ানো হবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।