Birth Certificate New Law implemented: কার্যকর হল নয়া আইন, আজ থেকে 'দাম বাড়ল' বার্থ সার্টিফিকেটের, মিলবে কী সুবিধা?
Updated: 01 Oct 2023, 10:47 AM ISTগত অগস্টেই সংসদে পাশ হয় 'রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩'। এই বিল আইনে পরিণত হয়েছে। আজ, ১ অক্টোবর থেকে কার্যকর হল সেই আইন। এর ফলে এবার থেকে বার্থ সার্টিফিকেট জমা দিয়েই একাধিক গুরুত্বপূর্ণ নথির জন্য আবেদন জানানো যাবে।
পরবর্তী ফটো গ্যালারি