ভারতের তিনটি এয়ারলাইন্সের বোয়িং 737 বিমান রয়েছে -এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, স্পাইসজেট এবং ভিস্তারা।
1/5'উড়ানের নিরাপত্তা একটি গুরুতর বিষয়। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অন্তর্বর্তী সময়ে, আমরা দেশের 737 বিমানগুলিতে বর্ধিত নজরদারির ব্যবস্থা করছি,' জানিয়েছেন বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসি-এর প্রধান অরুণ কুমার। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাত্কারে তিনি এমনটা বলেন। (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)
2/5'আমরা উড়ান নজরদারি প্রক্রিয়া, বিমানের স্বাস্থ্য পরীক্ষা এবং অপারেশন নিরীক্ষণের জন্য দল মোতায়েন করছি,' বলেন অরুণ কুমার। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5ভারতের তিনটি এয়ারলাইন্সের বোয়িং 737 বিমান রয়েছে -এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, স্পাইসজেট এবং ভিস্তারা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5সোমবার, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমান - MU5735 - ১২৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু নিয়ে কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে গুয়াংজির পাহাড়ে ভেঙে পড়ে। ফাইল ছবি : এপি (REUTERS)
5/5বোয়িং সদর দফতর চিনের সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে মিডিয়া রিপোর্ট নোট করেছে। বর্তমানে আরও তথ্য সংগ্রহ চলছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)