Changes From August: অগস্টেই বদল এই একাধিক বিষয়ে, আম জনতার পকেটে পড়বে প্রভাব, জানুন বিস্তারিত
Updated: 01 Aug 2023, 07:04 AM ISTশেষ হয়েছে জুলাই। আজ থেকে শুরু হল নয়া মাস, অগস্ট। এই মাসে একাধিক বিষয়ে পরিবর্তন আসতে চলেছে। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে এই পরিবর্তনগুলি। আয়কর রিটার্ন ফাইল থকে শুরু করে ক্রেডিট কার্ড ব্যবহার, এমনকী ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের মতো বিষয় রয়েছে তাতে।
পরবর্তী ফটো গ্যালারি