বাংলা নিউজ > ছবিঘর > China lockdown protest: কোভিড লকডাউন ঘিরে প্রতিবাদে উত্তাল চিন! উঠছে 'গোপন উদ্দেশ্য'-এর তত্ত্ব, সামান্য শিথিল বিধি

China lockdown protest: কোভিড লকডাউন ঘিরে প্রতিবাদে উত্তাল চিন! উঠছে 'গোপন উদ্দেশ্য'-এর তত্ত্ব, সামান্য শিথিল বিধি

কোভিডের জেরে চিনে সোমবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৯,৪৫২ জন। এঁদের মধ্যে ৩৬, ৩০৪ জনের কোনও উপসর্গ নেই। এদিকে শি জিনপিং মসনদে তৃতীয়বার বসার পর এই প্রথম সেদেশে সরকার বিরোধী এতবড় জনরোষ দেখা যাচ্ছে। চিনের বিদেশমন্ত্রক জানাচ্ছে, তাদের আশা, দেশের মানুষ, কমিউনিস্ট পার্টি ও দেশের নেতৃত্বের হাত ধরে তাঁদের ‘কোভিড বিরোধী যুদ্ধে সাফল্য’ আসবে।