Chinese Minister Missing: চিনা মন্ত্রী কিন গ্যাং রহস্যময়ভাবে নিখোঁজ! নেপথ্যে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক? জল্পনা তুঙ্গে
Updated: 21 Jul 2023, 03:53 PM ISTনিউ ইয়র্ক টাইমসের খবর বলছে, সম্ভবত এক সাংবাদিকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েই জনসমক্ষে আসছেন না কিন গ্যাং। সদ্য জাকার্তায় গ্যায়ংয়ের ASEAN সামিটে যোগ দেওয়ার কথা ছিল। তবে তিনি সেখানে যোগ না দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উঠছে নানান প্রশ্ন। তখনই এই বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য সামনে আসে।
শেষবার গ্যাংকে কখন দেখা গিয়েছে- শেষবার ২৫ জুন নাগাদ রাশিয়ার ডেপুটি বিদেশমন্ত্রী ইয়ুরেভিচের সঙ্গে দেখা যায় গ্যাংকে। তারপর ৩ সপ্তাহ তাঁকে দেখা যায়নি। হংকংয়ের এক সংবাদপত্র বলছে, চিনের বিদেশমন্ত্রী কোভিডে আক্রান্ত। তবে, বহু রিপোর্ট দাবি করছে, হংকংয়ের কোনও এক সংবাদিকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের পর থেকেই নিখোঁজ গ্যাং। (Photo by NOEL CELIS / AFP)
(AFP) পরবর্তী ফটো গ্যালারি