LPG Gas Cylinder Prices: ২০২৩ সালের প্রথমদিনেই বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। তবে রান্নার গ্যাসের দাম বাড়েনি। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের দাম কত পড়ল, তা দেখে নিন -
1/5নয়া বছরের শুরুতেই দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের। তবে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। যে গ্যাস সিলিন্ডার রেস্তোরাঁ, হোটেলের মতো জায়গায় ব্যবহৃত হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা। অর্থাৎ দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ১,৭৬৯ টাকা। মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ১,৭২১ টাকা, ১,৮৭০ টাকা এবং ১,৯৭১ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম অবশ্য অপরিবর্তিত আছে। কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ১,০৭৯ টাকা পড়ছে। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে রান্নার গ্যাস সিলিন্ডারের দর পড়ছে যথাক্রমে ১,০৫৩ টাকা, ১,০৫২.৫ টাকা এবং ১,০৬৮.৫ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)